টিভি খুললেই উধাও স্টার জলসা ও জি বাংলা! আবার বন্ধ সিরিয়ালের সম্প্রচার

বাংলা হান্ট ডেস্ক: বাঙালির বিনোদনের ডেলি ডোজ মানেই মেগা সিরিয়াল। তাই প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই সকলেই বসে পড়েন পছন্দের বাংলা সিরিয়াল (Bengali Serial) দেখতে। স্টার জলসা (Star Jalsha) হোক কিংবা জি বাংলা (Zee Bangla) প্রতিটি চ্যানেলেই  এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। তবে দিনের শেষে সব সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি। এই টিআরপি তালিকায় টিকে থাকার জন্যই  এখনকার দিনে বাংলা সিরিয়ালের ট্রেন্ডেও আসছে নানান পরিবর্তন।

আবার বন্ধ বাংলা সিরিয়ালের সম্প্রচার (Bengali Serial)

এই ট্রেন্ডে গা ভাসিয়েই এখনকার দিনে খুব কম সময়েই শেষ করা হচ্ছে অধিকাংশ বাংলা সিরিয়াল। তাই প্রায় প্রতিমাসেই চ্যানেলে চ্যানেলে আসছে নতুন সিরিয়াল। সেইসাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিযোগিতা। তবে বিগত কয়েক মাস ধরে লাগাতার টিআরপি তালিকায় বেঙ্গল টপারের শিরোপা উঠছিল জি বাংলার নায়িকাদের মুকুটে। কিন্তু চলতি সপ্তাহেই জি-কন্যাদের সরিয়ে বেঙ্গল টপার হয়ে তাক দিয়েছে স্টার জল জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল (Bengali Serial) ‘গীতা এলএলবি’ (Geeta LLB)।

এছাড়াও ইদানিং দর্শকদের মনে পাকা পাকি ভাবে জায়গা করে নিয়েছে এই চ্যানেলের ‘কথা’, ‘উড়ান’, ‘শুভ বিবাহ’-এর মত একাধিক নতুন সিরিয়াল। তবে কোন অংশে কম যায় না জি বাংলার ‘ফুলকি’,’নিম ফুলের মধু’,’জগদ্ধাত্রী’, ‘কোন গোপনে মন ভেসেছে’ -এর মত জনপ্রিয় সিরিয়াল গুলিও।

আরও পড়ুন: এবার জমবে মজা! পর্ণার স্মৃতি ফিরতেই, ‘নীম ফুলের মধু’তে আসছে জব্বর টুইস্ট

প্রসঙ্গত কিছুদিন আগেই ডিরেক্টর আর ফেডারেশনের মধ্যে দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বাংলা সিনেমা এবং সিরিয়ালের শুটিং। এবার সেই অচল অবস্থা কাটিয়ে ইতিমধ্যেই ছন্দে ফিরেছে স্টুডিওপাড়া। কিন্তু এরইমাঝে শোনা যাচ্ছে, আচমকাই আবার বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসা এবং জি বাংলার সম্প্রচার।  তবে কি সিরিয়াল প্রেমীরা আর দেখতে পাবেন না তাদের পছন্দের ধারাবাহিক গুলি? তাহলে কি  আরও  একবার অনিশ্চয়তার দিকে পা বার আছে বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ?

Phulki parna

আসলে আচমকাই বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সমস্ত চ্যানেলগুলির সম্প্রচার। তাই  বাংলাদেশের দর্শকদের ধারণা মূলত বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্যই বন্ধ করা হয়েছে সমস্ত ভারতীয় চ্যানেলের সম্প্রচার। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। আবার ওপার বাংলার মানুষ টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন তাঁদের পছন্দের সমস্ত ভারতীয় মেগা সিরিয়াল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর