আবারও মেট্রোয় মরনঝাঁপ। এবার বেলগাছিয়া স্টেশনে।

Published On:

বাংলা হান্ট ডেস্ক: মেট্রো তে আত্মহত্যার ঘটনা বিরল নয়। মহানগরীতে প্রায়ই মেট্রো তে আত্মহত্যার ঘটনা ঘটে। সেরকমই ঘটলো বৃহষ্পতিবার সকালে। এদিন সকালে অফিস টাইমে, ব্যস্ততার মধ্যেই সকাল ৯ টা ২৪ মিনিটে বেলগাছিয়া স্টেশনে দমদম গামী মেট্রোর সামনে মেট্রোতে মরণ ঝাঁপ দেয় এক যুবক। উদ্ধারকাজ চলছে। আপাতত আপ এবং ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দাওয়ায় স্তব্ধ তিলোত্তমার গতি।

এর আগের সপ্তাহের প্রথমদিনেই   সেন্ট্রাল স্টেশনে কবি শুভাষ গামী মেট্রোয় ঝাঁপ দেয় এক মহিলা।  তাকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সাময়িক ভাবে বন্ধ থাকে মেট্রো চলাচল

X