ব্রেকিং খবর: ভারতীয় সেনা করলো সার্জিক্যাল স্ট্রাইক! পাকিস্তানের ৩০ কিমি ভেতর পর্যন্ত ঢুকে জঙ্গিঘাঁটিতে করা হলো বোমাবাজি

বাবা অমরনাথ যাত্রায় যাওয়া ভক্তদের আর কাশ্মীরে থাকা অনান্য পর্যটকদের উপত্যকা থেকে ফিরে আসার অ্যাডভাইসরি জারি হওয়ার পর ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরে বড়সড় পদক্ষেপ নেয়। কয়েকটি সংবাদ মাধ্যম এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে জারি হওয়া একটি ভিডিও অনুযায়ী, ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের ৩০ কিমি ভিতরে থাকা জঙ্গি ঘাঁটি গুলোতে ব্যাপক পরিমাণে গোলাগুলি করে। ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের ৩০ কিমি ভিতরে থাকা জঙ্গি ঘাঁটি গুলোকে ধ্বংস করে দেয়।

IMG 20190803 221006

সিএনএন এর সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জঙ্গি আস্তানায় ভারত দ্বারা করা অ্যাকশনে নিলম ঝিলম হাইড্রো পাওয়ার প্রজেক্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। জানিয়ে দি, নিলাম ঝিলাম পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় ৪০০০-৫০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এই প্ল্যান্ট থেকেই পাকিস্তান স্থিত পাঞ্জাব ও অন্যান্য রাজ্যে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। যদি প্ল্যাটটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে পাকিস্তানের এক অংশ সম্পূর্ণভাবে অন্ধকারে ডুবে যাবে।

ভারতের এই পদক্ষেপের বিষয়ে, পাকিস্তান অভিযোগ করেছে যে ভারত POK(পাক অধিকৃত কাশ্মীর)তে প্রবেশ করেছে এবং ক্লাস্টার বোমা ব্যবহার করে জাতিসংঘের নিয়ম ভঙ্গ করেছে। পাকিস্তান দাবি করেছে, ‘কেউ পাকিস্তানের নাগরিকদের অধিকার হনন করতে পারে না। কাশ্মীর প্রত্যেক পাকিস্তানির রক্তে বইছে। কাশ্মীরিদের স্বাধীনতা সংগ্রাম সফল হবে।’ তবে পাকিস্তান এখন যায় বিবৃতি দিক না কেন, ভারতের সেনা একশন মুডে রয়েছে। যদি বড়ো অপারেশন করে পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া হয় তাহলেও অবাক হওয়ার কিছু নেই।

ad

সম্পর্কিত খবর