টাইম হো গয়া’, ফের তারিখ রাজনীতির হুঁশিয়ারি শুভেন্দুর মুখে! পাল্টা দিলেন কুণাল

বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বর মাস! সাথেই শুভেন্দুর ডিসেম্বর ডেডলাইন। পঞ্চায়েত ভোট পূর্বে বিগত কিছুদিন ধরেই বিরোধী দলনেতার মুখে শোনা যাচ্ছে একই বুলি, ডিসেম্বর ইস্যু। ঠিক কী ঘটতে চলেছে ডিসেম্বরে? শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, ডিসেম্বরেই পড়বে মমতার সরকার, আর্থিক দিক থেকেও নাকি দেউলিয়া হবে রাজ্য সরকার। শুধুই কী তাই! এই প্রসঙ্গে শিশির পূত্র বেঁধে দিয়েছেন চলতি মাসের নির্দিষ্ট তিন তারিখও । ১২, ১৪ ও ২১। ১২, ১৪ তারিখ পার, কিন্তু শুভেন্দুর কথা মতো কিছুই ঘটেনি এই দুই দিন। উপরন্তু এই দিন গুলি বুমেরাং এর মতো ফিরে এসেছে শুভেন্দুর ওপরই। তবে এতেও থেমে যাননি বিরোধী দলনেতা। ফের শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল ‘সময়ের তত্ত্ব’।

শুক্রবার দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। সেখানে গিয়েই বিরোধী দলনেতার মুখে শোনা গেল, ‘টাইম হো গয়া।’

ঠিক কী বললেন বিরোধী দলনেতা? এদিন বিমান বন্দরে শুক্রবার রাতে শাহর সাথে বিজেপি নেতাদের দলীয় বৈঠকের প্রসঙ্গ উঠে আসলে শুভেন্দু জানান , ‘‘বৈঠকের একটা কথা আমি শুধু বলতে পারি। কে বলেছে আমি বলবো না। সেটা হচ্ছে, টাইম হো গয়া।’’ শুধু তাই নয় তিঁনি আরও বলেন , ‘‘বড় বড় ডাকাত-চোরেদের বিরুদ্ধে সংবিধান-আইন মেনে যা যা ব‌্যবস্থা করা উচিত সেটা করা হবে। বৈঠকের পর এটা আমরা আশ্বস্ত এবং উৎসাহিত।’’

suvendu .

তবে নাম উল্লেখ না করে এদিন কার দিকে ইশারা করলেন বিরোধী দলনেতা? তবে কী কেন্দ্রীয় মন্ত্রীর কথাই খোলসা করলেন তিঁনি! এখন এই প্রশ্নকে কেন্দ্র করেই তুঙ্গে জল্পনা। অন্যদিকে থেমে থাকেনি তৃণমূলও। শুভেন্দুর এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুভেন্দুর দাবি প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘১২ পার, ১৪ পার, ডিসেম্বরে নাকি সরকার পড়ে যাবে। পাগলের কথার প্রতিক্রিয়া নিতে গেলে ওঁকে জিজ্ঞেস করুন।’’ পাশাপাশি তিঁনি আরও বলেন ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ সরকারি ও প্রশাসনিক কাজে নবান্নে এসেছিলেন। অনুমান করা যাচ্ছিল, এটা দেখে মানসিক চাপ অনুভব করবে শুভেন্দু এবং ওদের লোকজন। আমি তো সকালে বলেছিলাম পাগলামি শুরু হবে। আসলে আইডেন্টিটি ক্রাইসিস। দেখাতে হবে আমিও ভেসে আছি। আমাদেরও ডেকেছে। সংসদে মন্ত্রীরা বসে থাকলে ইচ্ছে মতো ঢোকা বেরনো যায়। শুভেন্দুকে একাও সময় দেননি।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর