সাউথ আফ্রিকা সিরিজের পর ফের বিস্ফোরক রবি শাস্ত্রী; বললেন পিচ ভোগে যাক।

এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে হোক কিংবা বিদেশে প্রতিপক্ষকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে ভারতীয় দল। যেকোনো পরিস্থিতিতে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে ভারতীয় দল। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের এই সাফল্যের মূল রসায়ণ কি সেই ব্যাপারে প্রশ্ন করায় ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন যে এই মুহূর্তে টিম ইন্ডিয়া দর্শনই এই সাফল্যের মূল কারণ।

কিছুদিন আগে ক্যারিবিয়ান সফরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে এসেছে ভারতীয় ক্রিকেট দল। আর তারপরেই দেশে ফিরে এসে ফের দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা হোয়াইটওয়াশ করল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় দল রয়েছে স্বপ্নের ফর্মে। ঘরের মাঠে টেষ্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নিয়ে কার্যত ছেলে খেলা করল ভারতীয় দল।

199146665d5744eec324b733a46c057775015a8ae

ভাইজ্যাগ, পুনেতে প্রথম দুটি টেস্ট ম্যাচ জিতে প্রথমেই সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় দল। আর তারপর রাঁচিতে ইনিংস এবং 202 রানে সাউথ আফ্রিকা দলকে হারিয়ে দেয় ভারতীয় দল। এর ফলে একদিকে যেমন টেস্ট ক্রিকেটে ভারতের দল নিজেদের প্রথম পজিশন বজায় রাখল তেমনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে 260 পয়েন্ট নিয়ে সবাই কে পিছনে ফেলে শীর্ষে ভারতীয় দল। এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ধারে কাছে নেই কোনো দল, এমন কি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মত টেষ্ট স্পেসালিষ্ট দলও ভারতের ধারেকাছে নেই। অর্থাৎ এখনো পর্যন্ত কোন দল 100 পয়েন্টের গন্ডি পার করে উঠতে পারেনি আর ভারত সেখানে 260 পয়েন্টে দাঁড়িয়ে।

রাচি টেস্ট জয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে রীতিমতো বিস্ফোরক মেজাজে পাওয়া গেল ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীকে। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন পিচ যায় হোক পিচ ভোগে যাক যেভাবেই হোক আমাদের তুলে নিতে হবে কুড়িটি উইকেট। আর এই কুড়িটি উইকেট তুলে নিতে পারলেই জয় যে মোটামুটি নিশ্চিত সেটা বলাই বাহুল্য। তিনি আরো বলেন তিনি বলেন যে ইংল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া কিংবা ভারত সবার আগে আমাদের দলের একটাই দর্শন সেটা হল যে কোনো পরিস্থিতিতে 20 টি উইকেট তুলে নেওয়া, আর সেই সাথে ভারতীয় ব্যাটিং লাইনআপ তো আছেই। এই দুই এর সমন্বযয়ের জন্যই আমাদের দলের এভাবে জয়ের ধারা অব্যহত রয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর