বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে দল থেকে দুর্নীতি মুছে ফেলতে উদ্যত শাসকদল। দুর্নীতির অভিযোগে ফের বঙ্গের আরও এক পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ তৃণমূল নেতৃত্বের। এক ডাকে অভিষেক হেল্পলাইনে অভিযোগ জমা পড়েছিল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান (Panchayat Pradhan) এসকে সেলিম আলির বিরুদ্ধে। তাতেই হল কাজ। তদন্তে দুর্নীতি প্রমাণ হওয়ায় নেতৃত্বের নির্দেশ মেনে দল থেকে পদত্যাগ পঞ্চায়েতের।
প্রসঙ্গত, কাঁথিতে জনসভা করতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এক ডাকে অভিষেক হেল্পলাইন ফোন করে নিজেদের অভিযোগ জানাতে বলেছিলেন দলকে। নেতার কথা মতই সেখানে সাধারণ মানুষ সেলিমের বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে শাসকদল তরফে। এরপরই তার তদন্তে বসে দল। সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে পদত্যাগের নির্দেশ দেয় তৃণমূল।
জোর কদমে দল থেকে দুর্নীতি সরিয়ে ফেলতে মরিয়া তৃণমূল। দলের এই সক্রিয়তার বিষয়ে তৃণমূলের রাজ্য স্তরের এক নেতা জানান, “পঞ্চায়েত ভোটের আগে দল অনেক বেশি সাবধানী। যাঁরা দলের নাম ভাঙিয়ে গত কয়েক বছর ধরে দুর্নীতি করে এসেছেন, তাঁদের যেমন টিকিট দেওয়া হবে না, তেমনই পদ থেকে দুর্নীতিগ্রস্তদের বাছাই করে সরানো হবে। সেই প্রক্রিয়া সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুরু করেছেন। তাঁর এমন সিদ্ধান্তে দলের মঙ্গলই হবে বলে আমরা মনে করি।”
প্রসঙ্গত, তৃণমূল সূত্রে খবর, তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর-১ পঞ্চায়েতের ওই প্রধান সেলিমের বিরুদ্ধে এলাকায় পাহাড়প্রমান অভিযোগ রয়েছে । এ দিন দলের নেতার ভরসায় গ্রামবাসীরা তাঁর বিরুদ্ধে অভিযোগে সরব হয়। শেষ পর্যন্ত প্রধানের বিরুদ্ধে সমস্ত অভিযোগ সত্যি প্রমাণিত হওয়ায় তাঁকে দল থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।