ফের অশান্ত মণিপুর! জোড়ালো হয়ে উঠল মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা, দিল্লি তলব বীরেন সিংকে

বাংলা হান্ট ডেস্ক : ফের উত্তপ্ত মণিপুর (Manipur)। নতুন করে হিংসা দেখা দিল উত্তরপূর্বের সীমান্ত রাজ্যে। এরপরই দিল্লিতে (Delhi) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) সঙ্গে দেখা করেলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (Biren Singh) এবং তাঁর মন্ত্রিসভার চারজন সদস্য। ইতিমধ্যেই মণিপুরের হিংসায় ৭০ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি ভাবে জানানো হয়েছে। তবে বিগত কয়েকদিন পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল।

আবারও রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন করে দেখা দিয়েছে হিংসা। এদিকে এই হিংসার মাঝেই মুখ্যমন্ত্রী বদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মণিপুরের হিংসার আগের থেকেই এন বীরেন সিংকে গদিচ্যুত করার দাবি করে আসছিলেন বিজেপির একাংশ। তবে বীরেন সিং রাজ্যের অন্যতম বড় মৈতেই নেতা। পাশাপাশি তাঁর প্রশাসনিক দক্ষতাও রয়েছে যথেষ্ট। এই আবহে কেন্দ্রীয় নেতৃত্ব কী করবে সে নিয়ে রয়েছে একাধিক জল্পনা। যদিও, গতকাল রাত ৮টার সময় শাহের সঙ্গে বীরেনের বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

manipur 2
বিগত বেশ কয়েকদিন ধরেই জাতিগত হিংসার একাধিক ঘটনা ঘটেছে মণিপুরে। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে। তবে নতুন করে হিংসা দেখা দিয়েছে সেই রাজ্যে। বর্তমানে ভারতীয় সেনা এবং অসম রাইফেলসের কয়েক হাজার সেনা জওয়ান মোতায়েন রয়েছে উপদ্রুত এলাকায়। এখনও পর্যন্ত ৪৬ হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলা থেকেই অধিকাংশ মানুষকে সরানো হয়েছে। এদিকে হিংসায় এখও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৭০ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ইম্ফল পূর্ব এবং পশ্চিম জেলাগুলি বিক্ষিপ্তভাবে হিংসার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে সেরাজ্যের ২ মন্ত্রী সহ ১০ জন কুকি বিধায়ক আলাদা রাজ্য এবং আলাদা প্রশাসনের দাবিতে সরব হয়েছেন।

গত শনিবার মধ্যরাতে কিছু বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয় বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর সীমান্তে। এদিকে বিষ্ণুপুর থেকে একজনর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরপরই সেখানে বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনতে। সরকারি ভাবে জানা গিয়েছে, এই মাসের শুরু থেকে যে হিংসার সূচনা হয়েছে, তাতে এখনও পর্যন্ত মোট ১৮০৯টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। এদিকে শনিবার রাতে কাংপোকপি জেলায় দু’টি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে সূত্রে খবর।


Sudipto

সম্পর্কিত খবর