বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে ‘সন্দেশখালির ত্রাস’ বলে পরিচিত শেখ শাহজাহান (Seikh Sahajahan)। একাধিক মামলায় জর্জরিত শাহজাহান এখন জেলবন্দি। তবে সূত্রের খবর, জেলে গিয়েও দাপট কমেনি তার। আগেই জেলে বসে হুমকি ফোন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বলা হচ্ছে, প্রেসিডেন্সি জেলের মধ্যে রীতিমতো ‘দরবার’ খুলে বসেছে শাহজাহান। সঙ্গে রয়েছে তার কিছু শাগরেদ। কিছুদিন আগেই তার বিরুদ্ধে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন রবিন মন্ডল। সেই ফোনের ঘটনা প্রকাশ্যে আসতেই তৈরি হতে থাকে আতঙ্ক। ওই ব্যক্তির অভিযোগ শেখ শাহজাহান এবং তার দলবল নাকি জেলে বসেই হুমকি দিচ্ছে।
শাহজাহানের (Seikh Sahajahan) ‘হুমকি ফোন’ ঘিরে শোরগোল
সন্দেশখালীর ‘বেতাজ বাদশা’ শাহজাহানের (Seikh Sahajahan) বিরুদ্ধে সেই হুমকি ফোনের অভিযোগের রেশ কাটতে না কাটতেই সামনে এল আরো এক হুমকি ফোনের অডিও (ওই অডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)। জানা যাচ্ছে, এবার ফোন এসেছে ওই রবীন মণ্ডলের ভাইপো নীলাদ্রি মণ্ডলের কাছে। তিনি পেশায় একজন ডাক্তার। ওই ফোন কলে তাকে বলা হয়েছে টাকার বিনিময়ে শেখ শাহজাহানের নামে দায়ের করা মামলা তুলে নিতে হবে।
কে ফোন করেছে?
জানা যাচ্ছে, টুইন ভূঁইয়া নামে শাহজাহানের (Seikh Sahajahan) এক শাগরেদ রবিনের ভাইপোকে এই হুমকি ফোন করেছে। অভিযোগ ফোন করে নীলাদ্রিকে স্পষ্ট বলা হয়েছে, ‘বাবলুদা খবর পাঠিয়েছে, টাকার মাধ্যমে যদি রফাদফা হয়ে যায়, তাহলে মামলাগুলো তুলে ফেল। কারণ শেখ শাহজাহান বাইরে বেরোলে আর কোনও পথ থাকবে না।’ তখন টুইনকে রবীনের ভাইপো পাল্টা প্রশ্ন করে ‘শাহজাহান কি তবে জেল থেকে বেরোচ্ছেন?’ তখন টুইন জানায়, ‘শাহাজাহান খুব তাড়াতাড়ি জেলের বাইরে পা রাখবে।’
আরও পড়ুন: ‘অধিনায়ক অভিষেক’! এবার হলুদ পতকায় ছয়লাপ দক্ষিণ কলকাতা, কী হচ্ছে রাজ্যে?
উল্লেখ্য কদিন আগেই শাহজাহানের বিরুদ্ধে জেলে বসে হুমকি ফোন করার অভিযোগ তুলে রবীন মণ্ডল জানিয়েছিলেন, ‘শাহজাহান বলেছে, শীঘ্রই আমি ছাড়া পাব।’ এখানে বলে রাখা ভালো, শাহজাহান কিংবা তার শাগরেদদের মুখে হুমকি ফোনে বারবার ‘ছাড়া পাওয়ার’ কথা শোনা গেলেও, আইন কিন্তু এত সহজে সন্দেশখালির এই ‘ত্রাস’কে ছাড়তে নারাজ।
প্রসঙ্গত,রবীন মণ্ডল যখন শাহজাহানের বিরুদ্ধে হুমকি ফোন করার অভিযোগ করেছিলেন তার দিন তিনেক আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল।