১৫ দিনে তিনবার! ফের অস্ট্রেলিয়ার মন্দিরে হামলা, দেওয়ালে লেখা হল ভারত বিরোধী স্লোগান

বাংলা হান্ট ডেস্ক : বিদেশের মাটিতে আবারও হিন্দু মন্দিরে (Hindu Temple) হামলা। খলিস্তানের (Khalistan) সমর্থনে দেওয়ালে লেখা হল স্লোগান। ফের একবার ঘটনাস্থল সেই অস্ট্রেলিয়া। এবার মেলবোর্নের অ্যালবার্ট পার্ক এলাকায় ইসকন মন্দিরের দেওয়াল দেখা গেল ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান। এই ঘটনায় হতবাক ইসকন। একমাসে পরপর তিনবার অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে ধর্মীয় অসহিষ্ণুতা ছড়িয়ে পড়লো। পুরো ঘটনায় আতংকিত এলাকার মানুষজন। বাড়ানো হল পুলিসি নিরাপত্তা।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া (Victoria) প্রদেশের শিব বিষ্ণু মন্দিরে হামলা চালায় দুষ্কৃতিরা। মন্দিরে ঢুকে লন্ডভন্ড করা হয় সম্পত্তি। এর আগে মেলবোর্নেরই স্বামীনারায়ণ মন্দিরেও হিন্দুত্ব বিরোধী স্লোগান লেখা হয়। কালো কালিতে দেওয়ালে লেখা ছিল, ‘খালিস্তান জিন্দাবাদ’, ‘হিন্দুস্তান মুর্দাবাদ’-এর মতো উস্কানিমূলক স্লোগান। তা নিয়েও উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বহুত্ববাদে বিশ্বাসী সংগঠনগুলি আলোচনায় বসে। এই ভিক্টোরিয়া প্রদেশেই অনুষ্ঠিত হয় জরুরি বৈঠক হয়।

   

australia 4

ভিক্টোরিয়ায় পোঙ্গল উৎসবের দিন শিব বিষ্ণু মন্দিরে হামলা, ভাঙচুর হয়। দেওয়ালে লেখা হয় খলিস্তানপন্থী স্লোগান। আর এবার ইসকন মন্দিরে একই ঘটনা। ইসকনের জনসংযোগ বিভাগের এক কর্তা ভক্ত দাস বলেন, ‘অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা থেকে যা যা ঘটছে, তা আমরা ভাবতেও পারিনি। আমরা আতঙ্কিত, বিধ্বস্ত। পুলিসকে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে যাতে অপরাধীদের খুঁজে বের করতে পারে।’

ইসকনের অপর এক সদস্য শিবেন পাণ্ডে দাবি করেন, ‘হিন্দু ধর্ম যেন আক্রমণের নিশানায় হয়ে দাঁড়িয়েছে। ঘৃণা ছড়াচ্ছে। ভিক্টোরিয়া প্রশাসন, পুলিস মিলে সুরক্ষার জন্য বৈঠক করল। কিন্তু লাভ কী হল? আমি তো মনে করি এটা পুলিসের ব্যর্থতা।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর