‘এজেন্ট স্মিথ’ এর হামলা! আক্রান্ত দেশের হোয়াটসঅ্যাপ ইউজাররা

বাংলা হান্ট ডেস্ক: মোবাইলে হোয়াটসঅ্যাপ চালু করলেই কোনও পপ-আপ বিজ্ঞাপন খুলে যাচ্ছে কী?তবে আপনার স্মার্টফোনে ম্যালওয়ার হামলা হয়েছে! ম্যালওয়ারের নাম ‘এজেন্ট স্মিথ।’ শুধু এ দেশেই ২.৫ কোটি স্মার্টফোনে এই ম্যালওয়ারের তথ্য পাওয়া গেছে।এরমধ্যে ১.৫ কোটি স্মার্টফোন ‘আক্রান্ত’ বলে রিপোর্ট সংবাদমাধ্যমে।

তবে শুধু ভারতেই নয়, মার্কিন মুলুকেও ৩ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই হামলা হয়েছে। যদিও এই ম্যালওয়ারের বিরুদ্ধে এখনও তথ্য চুরি নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। তবে এতে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক।

0c51d427 5ef5 4bef ae2e 2acb7ca18a0cজেনে নিন কীভাবে প্রবেশ হচ্ছে এজেন্ট স্মিথের?
গুগল প্লে স্টোর বাদে অন্য থার্ড পার্টি স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলে এই ধরনের ম্যালওয়ার হামলা হতে পারে। হিন্দি, আরবী, রাশিয়ান এবং ইন্দোনেশিয়ান ভাষায় স্মার্টফোন ব্যবহারের ইউজারদের স্মার্টফোনেই এই ম্যালওয়ারের সংখ্যা বেশি। তবে পরীক্ষা চালাচ্ছেন টেক বিশেষজ্ঞরা। দ্রুত সমাধানের কথা ভাবা হচ্ছে।

সম্পর্কিত খবর