‘একবার বলো রাশিয়া সাম্রাজ্যবাদী’, মিম’কে অস্ত্র করে সিপিএমকে কটাক্ষ অগ্নিমিত্রা পালের

বাংলাহান্ট ডেস্ক : ইউক্রেনে আক্রমণ চালিয়েছে রাশিয়া। বিশ্বে সমাগত তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এরই মধ্যে রাজ্য সিপিএমের উদ্দেশ্যও যুদ্ধ ঘোষণা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। স্যোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি সিপিএমের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাশিয়ান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবে পথে নামতে দেখা যাবে বামেদের?

এদিন স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ‘এতো বড়ো বিষয়। বঙ্গ সিপিএম চুপ। চুপ বললে কম বলা হয়। বঙ্গ সিপিএম পথহারা। কলকাতার পথে মিছিল নেই, রাশিয়ান সাম্রাজ্যবাদের কালোহাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অবাক কাণ্ড। গণশক্তিতে গা গরম করা লেখা নেই। দলের নেতাদের বিবৃতি নেই। ঘটনা যদি অন্যদেশে হতো, সকাল থেকে ছো চোঙা ফোকা শুরু হয়ে যেত।’ বিজেপি নেত্রী আরও লিখেছেন ‘কতবার কলকাতার বুকে সিপিএম এর সাম্রাজ্যবাদী মিছিল হয়েছে। কলকাতার মাটি থেকে আমেরিকাকে চ্যালেঞ্জ ছোঁড়া হয়েছে। এবার একবার দেখব না আমরা? কী দেখবো না?’

   

একই সঙ্গে বসন্ত বিলাপ সিনেমার চিন্ময় রায়ের মুখে সেই বিখ্যাত ‘একবার বলো আমি উত্তরকুমার’ ডায়লগটিকে নিয়ে বানানো একটি মীমও পোস্ট করেন তিনি। সেই মিমে চিন্ময় রায়কে বলতে দেখা যাচ্ছে ‘একবার বলো রাশিয়া সাম্রাজ্যবাদী’।

একদা লেনিনপন্থী পুতিন, লেনিনের স্বপ্নের সোভিয়েত ইউনিয়নের পুণঃপ্রতিষ্ঠায় মাঠে নেমে তৃতীয় বিশ্বযুদ্ধের রণডঙ্কা বাজিয়ে তুলেছেন। রাশিয়ার আক্রমণে প্রায় ধ্বংসের পথে ইউক্রেন। বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকট। এহেন পরিস্থিতিতে তাই এভাবেই কটাক্ষ করে বামেদের বিঁধতে দেখা গেল বিজেপি নেত্রীকে। স্বভাবতই তাঁর এহেন মন্তব্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে স্যোশাল মিডিয়ায়।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর