বাংলায় মেয়েরা ধর্ষিত! এরপরেও দুয়ারে দুর্গতি আনা মুখ্যমন্ত্রীকে দুর্গতিনাশিনী দেখানো হচ্ছেঃ অগ্নিমিত্রা পাল

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার বাগুইয়াটির নজরুল পারক উন্নয়ন সমিতির দুর্গা মূর্তি নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে। দেবীর মূর্তি নিয়ে কেন রাজনীতি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে জেনে রাখা উচিৎ যে, ওই ক্লাব অভিনব উদ্যোগ নিয়ে সবার নজর কাড়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে দেবী দুর্গার মূর্তি গড়ছে। আর এই কারণেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

এই খবর প্রকাশ্যে আসার পর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে অবিলম্বে মমতা ব্যানার্জীর মুখের আদলে দেবী দুর্গার মূর্তি গড়ার কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন। যদিও, নজরুল পার্ক উন্নয়ন সমিতির তরফ থেকে জানানো হয়েছে যে, কারও ভাবাবেগে আঘাত আনা হচ্ছে না। দেবী দুর্গার যেই মূর্তি পূজিত হবে, সেটি সম্পূর্ণ আলাদা। সেখানে দেবীর মুখে দুর্গাই রয়েছেন, মুখ্যমন্ত্রী না। যদিও, বিজেপি তা মানতে নারাজ।

আর এবার এই বিষয়ে মুখ খুললেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিধায়ক বাগুইয়াটিতে মমতার মুখশ্রীর আদলে দেবী মূর্তি গড়ার ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েচ্ছেন। বিধায়ক বলেছেন, মা দুর্গা দুর্গতিনাশিনী, উনি সকলের দুর্গতি নাশ করেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীতো মানুষের দুয়ারে দুর্গতি এনেছেন। বাংলায় মেয়েরা ধর্ষিতা হলে বিচার পায় না, ছেলেরা খুন হলে মামলা হয় না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করে দুর্গতিনাশিনী হলেন?

অগ্নিমিত্রা পাল আরও বলেন, রাজ্যে বেকারদের সংখ্যা বেড়ে চলেছে আর মুখ্যমন্ত্রীকে দুর্গতিনাশিনী বানিয়ে সামনে আনা হচ্ছে। উনি নিজের চোখে সমস্ত কিছু দেখেও চুপ রয়েছেন। অগ্নিমিত্রা পাল বলেন, মানুষের অহংকার যখন সর্বোচ্চে পৌঁছোয়, তখন মানুষ বুঝতে পারে যা যে, সে কি বলছে, কি করছে, কোনটা ভালো আর কোনটা মন্দ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অবস্থাও তেমন হয়েছে।

এরপর বিজেপির বিধায়ক ২ মে পর থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হন। তিনি বলেন, মা দুর্গা আমাদের সবার দুর্গতি আটকান। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী দুয়ারে দুর্গতি এনে দিয়েছেন তা স্বত্বেও ওনাকে দেবী বানানো হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর