শুভাপ্রসন্নকে বিজেপিতে চাইছেন অগ্নিমিত্রা! নেত্রীর মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

বাংলা হান্ট ডেস্কঃ ক্রমশ্যই গড়াচ্ছে বিতর্কের জল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রবীণ চিত্রকর শুভাপ্রসন্ন (Shuvaprasanna) তার ভাষণে বাংলা ভাষায় ‘পানি’ বা ‘দাওয়াত’ ইস্যু এখন গিয়ে আটকাচ্ছে দলবদলের প্রশ্নে। তবে কী বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন শিল্পী শুভাপ্রসন্ন? এই প্রশ্নই উঠছে বিধানসভায় রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রার (Agnimitra Paul) করা মন্তব্যের পর। কী এমন বললেন নেত্রী।

এদিন অগ্নিমিত্রা পাল বলেন, “দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের চুনোপুঁটি নেতারা যেভাবে ওঁকে (শুভাপ্রসন্ন) খারাপ ভাষায় আক্রমণ করছেন, তাতে ওর এখনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উচিত।” পাশাপাশি তার সংযুক্তি, “আমার তো মনে হয় ওর শিরদাঁড়াটা এখনও সোজা আছে। শুভাপ্রসন্ন মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের সঙ্গী ছিলেন। অথচ, তৃণমূলের চুনোপুঁটি নেতারা আজ তাকেই দূর্নীতির অভিযোগ তুলে নানাভাবে নোংরা আক্রমণ করছেন। আমার তো মতে ওর তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দেওয়া উচিত।”

প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারী আয়োজিত এক অনুষ্ঠানে শুভাপ্রসন্ন তার ভাষণে বাংলা ভাষায় ‘পানি’ বা ‘দাওয়াত’-এর মতো শব্দের অনুপ্রবেশ নিয়ে নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন। দেশপ্রিয় পার্কের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। শুভাপ্রসন্নর সঙ্গে সহমত নয় বলে সঙ্গে সঙ্গেই জানান মুখ্যমন্ত্রী। মঞ্চেই নিজের ভিন্নমত প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, “মানুষ যে ভাষায় কথা বলে সেটাই ঠিক। বাংলা ভাষা এত ঠুনকো নয়। বাংলা ভাষায় যত নতুন নতুন ভাষার প্রবেশ ঘটবে,বাংলা ভাষা ততই সমৃদ্ধ হবে।” তবে এখানেই বিতর্ক থেমে থাকেনি। এরপর গত বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে কথা উঠলে নিজের অবস্থানেই অনড় থেকে শুভাপ্রসন্ন বলেন, মমতার বক্তব্য ‘রাজনৈতিক উদ্দেশ্যে’, তার ‘রাজনৈতিক অসুবিধা’ রয়েছে। বলেন, “আমি যা বলেছি সেটাই ঠিক। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

subhaprasanna

পাশাপাশি মাতৃভাষা দিবসে তার সঙ্গে একই মঞ্চে থাকা কবি সুবোধ এবং প্রাবন্ধিক নৃসিংহপ্রসাদকে ‘তেলবাজ’ বলেও মন্তব্য করেন তিনি। এরপরই এই বিতর্কে নাম লেখান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘শুভাপ্রসন্ন যদি সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভানুধ্যায়ী হন, তাহলে তার উচিত এই অবাঞ্ছিত মন্তব্যগুলি বন্ধ করা। বাংলা ভাষা একটি স্রোত।’ তার কথায়, শুভাপ্রসন্ন বিষয়টি নিয়ে ‘অত্যন্ত বাড়াবাড়ি’ করছেন।আমাদের দলের কারও ওনার সঙ্গে কথা বলা উচিত, ওনার কোনও জমি বা কমিটির পদ লাগবে কি না… তাহলে সব ঝামেলাগুলো মিটে যায়।’

এই নিয়ে পাল্টা কুণালকে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন শুভাপ্রসন্নও। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুভাপ্রসন্নকে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অগ্নিমিত্রার প্রস্তাবে বেকায়দায় গেরুয়া বাহিনী। এই বিষয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আগে তো উনি (শুভাপ্রসন্ন) তৃণমূল ছাড়বেন কি না তা নিয়ে সিদ্ধান্ত নিন। তারপর আমরা ভাবব।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর