‘কলকাতার মত ভোট হবে ভেবে ভুল করবেন না, মারের বদলে ডবল মার দেওয়া হবে’, হুঁশিয়ারি অগ্নিমিত্রার

বাংলাহান্ট ডেস্কঃ আসানসোল পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রণংদেহি মুডে দেখা গেল অগ্নিমিত্রা পালকে (agnimitra paul)। শাসকদলের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। হুঁশিয়ারি দিলেন, সন্ত্রাস করলেই করা হবে পাল্টা প্রত্যাঘাত।

মঙ্গলবার জেলা বিজেপি কার্যালয়ে বসে দলীয় বৈঠকে অগ্নিমিত্রা পাল হুঙ্কার দিলেন বিরোধীদের উদ্দেশ্যে। তিনি বলেন, ‘আসানসোলে পুরভোটে বিজেপির জয় নিশ্চিত করতে আমি নিজেও সেখানে থাকব। কলকাতার মত আসানসোলে একইরকম ভোট হবে, সেটা ভেবে ভুল করবেন না। বিরোধীদের মেরে ঘরে ঢুকিয়ে দেবেন, ভাবলে ভুল করবেন। বিজেপির সংগঠন এখানে যথেষ্ট মজবুত আছে। মার এলে, মারের বদলে প্রয়োজনে ডবল মার দেওয়া হবে’।

agnimitra 2

এবিষয়ে এলাকার এক তৃণমূল নেতৃত্ব বলেন, ‘এমন মন্তব্য করে উনি খবরে আসতে চাইছেন। অন্যদিকে দেখুন, নিজেই তৃণমূলে আসার জন্য লাইন লাগিয়েছেন’।

জানা গিয়েছে, ৪ পুরনিগমে ভোট হবে আগামী ২২ শে জানুয়ারি এবং ফলাফল প্রকাশিত হবে ২৫ শে জানুয়ারি। হাওড়া কর্পোরেশন নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, জানা গিয়েছে নির্বাচন হবে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল কর্পোরশনে।

সূত্রের খবর, নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ শুরু হচ্ছে ২৮ শে ডিসেম্বর থেকে এবং শেষ তারিখ ৩ রা জানুয়ারি। মনোনয়ন স্ক্রুটিনির দিন নির্ধারণ করা হয়েছে ৪ ঠা জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ শে জানুয়ারি। আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করা হবে ৪ ঠা জানুয়ারি।

সঙ্গে কমিশন আরও জানিয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা করে তবেই এই ভোটের দিন নির্ধারণ করা হয়েছে। সিসি ক্যামেরা লাগানো থাকবে সমস্ত বুথেই। ৪ ঠা জানুয়ারি আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করার পর কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

Smita Hari

সম্পর্কিত খবর