বাংলা হান্ট ডেস্কঃ আগ্রার (Agra Bus Hijack) মলপুরা এলাকার নিউ দক্ষিণ বাইপাসে মঙ্গলবার রাতে ৩৪ জন যাত্রী বোঝাই বাস হাইজ্যাক করায় প্রধান অভিযুক্ত প্রদীপ গুপ্তার সাথে বৃহস্পতিবার সকালে যোগীর পুলিশের এনকাউন্টার হয়। প্রদীপের ডান পায়ে গুলি লাগার পর তাঁকে গ্রেফতার করে নেয় পুলিশ। আর তাঁর আরেক সাথী ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। এনকাউন্টারে এক কনস্টেবল আহত হন। মলপুরা এলাকার দক্ষিণ বাইপাসে মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা যাত্রী বোঝাই বাস হাইজ্যাক করে। বুধবার সকাল ছটা নাগাদ বাস চালক আর খালাসি মলপুরা থানায় এই ঘটনার কথা জানায়।
A bus was brought here forcibly by some persons from Agra. The bus has been found parked behind a 'dhaba' in Balrai Police Station area. A investigation is underway in this matter. We are in touch with Agra Police: Etawah SSP Akash Tomar pic.twitter.com/AYVOAXf6YZ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 19, 2020
গুরুগ্রাম থেকে ৩৪ জন সওয়ারি নিয়ে বের হওয়া ডবল ডেকার বাসটিকে কবজায় নেওয়ার জন্য আগ্রা থেকে হাইজ্যাক করা হয়। এই ঘটনা এআরটিও এর দালাল প্রদীপ গুপ্তার তত্বাবধানে হয়। বুধবার খালি বাসটি একটি ধাবার পাশ থেকে উদ্ধার হয়। প্রদীপ গুপ্তাকে ধরার জন্য জেলা পুলিশ জায়গায় জায়গায় তল্লাশি চালায়। পুলিশ অনুযায়ী, গোয়ালিয়রের কল্পনা ট্রাভেলস এর মালিক পবন আড়োরা এই বাসের রেজিস্ট্রেশন ইটাওয়া এআরটিতে করিয়েছিলেন।
সেই সময় প্রদীপ গুপ্তা কার্যালয়ের সবথেকে বড় দালাল ছিল। পবনকে এই বাস কেনার জন্য আর্থিক সাহায্যের সাথে সাথে পারমিটও দেওয়া করিয়েছিল প্রদীপ গুপ্তা। তিনদিন আগে করোনায় আক্রান্ত হয়ে পবনের মৃত্যু হয়। এই খবর জানার পর থেকেই প্রদীপ বাসটিকে নিজের কবজায় নেওয়ার চেষ্টা করছিল। আর সেই সূত্রে সে আগ্রায় যায়।
আগ্রা বাস স্ট্যান্ড থেকে বাস বের হওয়ার পর প্রদীপ বাসটিকে হাইজ্যাক করে নেয়। বাসের চালককে ৩০০ টাকা দিয়ে বাস থেকে নামিয়ে দেয় প্রদীপ। পুলিশের কানে খবর আসতেই তল্লাশি অভিযান শুরু হয়। বিপদের আশঙ্কায় প্রদীপ একটি ধাবার সামনে বাস ছেড়ে পালায়। এরপর পুলিশ তাঁকে খুঁজে পেয়ে এনকাউন্টার করে।