তালিবানরা অতিথি পরায়ণ, ফের আফগানিস্তানে যাওয়ার ইচ্ছে প্রকাশ কলকাতার তমালের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ‘চাকরি এবং জীবনের সুরক্ষা দিলে অবশ্যই আফগানিস্তানে ফেরত যাব’- এমনই মন্তব্য করে গনি সরকার অপেক্ষা তালিবান সরকারকে কয়েক পদক্ষেপ এগিয়ে রাখলেন বঙ্গসন্তান তমাল ভট্টাচার্য। আফগানিস্তানের একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতা করতে গিয়ে সেখানে আটকা পড়ে গিয়েছিলেন তিনি। আর সেখান থেকেই রবিবার রাতে বিশেষ বিমানে ফিরলেন কলকাতায়।

যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরলেন নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্য এবং লেক ভিউয়ের বাসিন্দা স্মরজিৎ মুখোপাধ্যায়। প্রাণ নিয়ে তালিবানদের হাত থেকে মুক্ত হয়ে, আফগানিস্তান থেকে নিজের জন্মভিটেয় ফিরলেও, এখনও তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তবে বাড়ি ফিরেও, তালিবানদের হয়েই কিছুটা গুণাগুণ করলেন তমাল ভট্টাচার্য।

তালিবানদের হাতে আফগানিস্তান চলে যাওয়ার পর থেকেই, সেখানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর রয়েছে ভারত সরকার। পাশাপাশি আফগান শিখ এবং হিন্দুদেরও ভারতে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে সরকার। সেই মত বিশেষ বিমান পাঠিয়ে সে দেশ থেকে উদ্ধার করা হচ্ছে আটকে পড়া মানুষদের।

সেই মর্মে ফিরিয়ে আনা মানুষদের মধ্যে রবিবার বাড়ি ফিরলেন দুই কলকাতা নিবাসী বঙ্গসন্তান। তবে কলকাতায় ফিরে তমাল জানিয়েছেন, ক্ষতি করা তো দূরস্তর, তাদের সঙ্গে অতিথির মত আচরণ করেছে তালিবানরা। সঙ্গে জানান, যদি চাকরি এবং জীবনের সুরক্ষা দেওয়া হয়, তাহলে কর্মসূত্রে আবারও আফগানিস্তান যেতে রাজি।

তমাল আরও জানান, ‘আমরা কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। তো ঠিক করি , রিস্ক নিয়েই দেশে ফিরব। তবে ওঁরা আমাদের কোন ক্ষতি করে নি। খাবার, ওষুধ, জল সব দিয়েছে, ভালো ব‍্যবহারও করেছে। আমাদের যাতে কেউ ক্ষতি করতে না পারে, তাও দেখেছে। ওদের সাহায্য ছাড়া ওখান থেকে বেরোতে পারতাম না। রীতিমতো অতিথির মতোই ব‍্যবহার করেছে আমাদের সঙ্গে’।

X