বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতি ইস্যু! না, এ নতুন কোনো বিষয় নয়। বিগত কিছু মাস ধরে বঙ্গে দাঁড়িয়ে সর্বাধিক চর্চিত বিষয় হয়তো এই নিয়োগ দুর্নীতি ইস্যু। দীর্ঘদিন ধরে জমে থাকা পাহাড় প্রমাণ মামলার একে একে শুনানি দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সেই প্রসঙ্গে অযোগ্য প্রার্থী এবং দুর্নীতি বাজদের উদ্দেশ্যে আদালতে ‘ধেড়ে ইঁদুর’ মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর এই মন্তব্য ইস্যুতেই এবার সরব হল বাংলার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ( (Sovandeb chattopadhyay )।
শুক্রবার পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পানীয় জলের আধারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তথা কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কার্যত সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই বিস্ফোরক মন্তব্য কৃষিমন্ত্রীর ।
বিচারপতির উদ্দেশ্যে কি বার্তা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়? কৃষিমন্ত্রী বলেন, ‘আমার দলের বা বিরোধীদলের প্রত্যেকেরই ভাষা সংযত হওয়া উচিত’। ‘বিচারব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের আমরা শ্রদ্ধার চোখে দেখি। ওরও একটু ভাষা সংযত হওয়া ভালো’। এরপরেই তিনি বলেন, ধরা পড়লে ধরা পড়বে। শাস্তি পাবে। তবে তারও বাক সংযম হওয়া প্রয়োজন।
এদিন তিনি আরও বলেন, ‘আমাদের দলে দু একজন চোর রয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সমস্ত রাজনৈতিক দলেই চোর থাকে। যদি কোনও রাজনৈতিক দল হলফ করে বলতে পারে সেই দলে কোনও চোর নেই তাহলে সারা জীবন সেই দলের চাকরবৃত্তি করব’।
প্রসঙ্গত, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলার শুনানিতে বৃহস্পতিবার রীতিমতো আক্রমণাত্মক সুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতি বাজদের ‘ধেড়ে ইঁদুর’ বলে সম্মোধন করেন। এই মন্তব্য প্রসঙ্গেই এবার বিচারপতির উদ্দেশ্যে পরামর্শের সুরে গর্জে উঠলেন শাসক দলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।