নয়া কৃষি আইনের ফলে আরও লাভবান হবে কৃষকরা, আসবে বিনিয়োগ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলা হান্ট ডেস্ক: নয়া কৃষি আইন নিয়ে উত্তাল গোটা দেশ, দিল্লি সীমান্তে দুই সপ্তাহের বেশি সময় ধরে ধর্নায় কৃষকরা। এরই মাঝে কৃষিক্ষেত্রে সংস্কারের ফলে যে আখেরে কৃষকরাই লাভবান হবেন, তা ফের একবার মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী [Narendra Modi]। তিনি জানালেন, নয়া কৃষি আইনের [Farm Law] ফলে কৃষকরা আরও লাভবান হবেন, কৃষিক্ষেত্রে নয়া প্রযুক্তির ব্যাপক ব্যবহার হবে এবং সেই সঙ্গে আসবে অনেক বিনিয়োগ। ফলে সব দিক থেকেই লাভবান হবেন কৃষকরা।

শনিবার ফেদারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির [FICCI] ৯৩তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ‘নতুন কৃষি আইনের ফলে দেশে কৃষিক্ষেত্রে বড় সংস্কার আসবে। এর ফলে বিশেষ করে করে ছোট চাষিরা অনেক বেশি লাভবান হবেন, কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং অনেক বিনিয়োগ আসবে। ফলে সবদিক থেকে লাভবান হবেন কৃষকরা।’

India farmer movement

‘এখন কৃষকরা মান্ডি বা বাইরের বাজারে তাদের কৃষিপণ্য বিক্রি করতে পারেন। কিন্তু এবার থেকে অনলাইনেও তারা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। এর ফলে কৃষকদের আয় অনেক বাড়বে। এতদিন কৃষিক্ষেত্র ও এর সঙ্গে জড়িত অন্যান্য ক্ষেত্র যেমন কৃষি প্রযুক্তি, ফুড প্রসেসিং ইত্যাদির মধ্যে একটা অদৃশ্য দেওয়াল রয়েছে। কিন্তু এবার সেই দেওয়াল ভেঙে যাবে। চাষিরা তাদের উৎপাদিত আনাজ বিক্রি করার জন্য অনেক বেশি সুযোগ পাবেন। কোল্ড স্টোরেজও আধুনিক করা হবে। ফলে গোটা কৃষিক্ষেত্রেই বড় বিনিয়োগ আসবে। আর এর ফলে লাভের সিংহভাগ পাবেন কৃষকরা’, যোগ করেন তিনি।

এছাড়া দেশের করোনা পরিস্থিতিরও অনেক উন্নতি হয়েছে বলে জানান মোদী। তিনি বলেন, ‘২০২০ সাল সবাইকেই একেবারে অবাক করে দিয়েছে। এই ২০-২০ ম্যাচে অনেক কিছু দ্রুত পাল্টে গিয়েছে। গোটা বিশ্বের মতো আমাদের দেশও অনেক চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছে। কিন্তু সৌভাগ্যের বিষয়, সেই পরিস্থিতির এখন অনেকটাই উন্নতি হয়েছে।’

সম্পর্কিত খবর