শত্রুসেনাকে নরকের আগুনে পোড়াতে ভারতের হাতে এল ‘হেল ফায়ার কপ্টার’! মাথায় হাত চিন-পাকিস্তানের

বাংলা হান্ট ডেস্ক : সীমান্তে ওঁৎ পেতে রয়েছে চিন (China)। সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে ভারতীয় ভূখণ্ডে। হিংস্র হায়নার মতো কাশ্মীরের দিকে লোভী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পাকিস্তান (Pakistan)। যে কোনও মুহুর্তে কামড় বসাবে হিমালায়ের বুকে। পরিস্থিতি যা তাতে যুদ্ধ হলে একই সঙ্গে দু’টি ফ্রন্টে যুদ্ধের জন্য তৈরি হতে হবে ভারতীয় সেনাবাহিনীকে। এরই মধ্যে ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি করতে আগামী বছর আমেরিকার তৈরি অত্যাধুনিক অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার (AH-64E Apache) পেতে চলেছে ভারতীয় সেনা।

বুধবার মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং জানিয়েছে, ভারতীয় স্থলসেনার জন্য অ্যাপাচে তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অ্যারিজোনার মেসায় বোয়িংয়ের কারখানায় তৈরি হচ্ছে ‘উড়ন্ত ট্যাঙ্ক’ নামে পরিচিত এই বিশেষ চপারগুলি। আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালে ভারতের হাতে পৌঁছে যাবে এই অত্যাধুনিক হেলিকপ্টার। এমনই দাবি বোয়িং। এক বিবৃতিতে বোয়িং ইন্ডিয়ার প্রেসিডেন্ট সলিল গুপ্তে বলেন, “আমরা আরও এক মাইলফলক ছুঁয়ে ফেলেছি। ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও মজবুত করে তুলতে আমরা বদ্ধপরিকর।’

indian army 2

চিন ও পাকিস্তানকে নজরে রেখে ২০২০ সালে ছ’টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার জন্য বোয়িংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ভারতীয় স্থলসেনা। প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকার ওই চুক্তি মোতাবেক আগামী বছর চপারগুলি হাতে পাবে সেনা।

অ্যাপাচে হল বিশ্বের সবচেয়ে আধুনিক কপ্টার। বিশ্বে মোট ১৭টি দেশ এই কপ্টার ব্যবহার করে। একসঙ্গে একাধিক কাজ করতে পারে কপ্টারগুলি। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ২২টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। এর মধ্যে ১১টিতে রয়েছে শত্রু শিবিরে বিভীষিকা তৈরি করা লংবো ফায়ার কন্ট্রোল রাডার।

আরও পড়ুন : ভাইরাল BJP-র মহিলা বিধায়কের অন্তরঙ্গ মুহূর্তের ছবি! ‘এডিট করা হয়েছে’, দাবি নেত্রীর! শোরগোল রাজ্যে

এছাড়া রয়েছে হেলফায়ার মিসাইল। প্রতিপক্ষের ট্যাঙ্ক ধ্বংসে এর জুড়ি মেলা ভার। তাই অ্যাপাচে হেলিকপ্টারগুলিকে ‘ট্যাঙ্ক কিলার’ নাম দেওয়া হয়েছে। প্রায় অভেদ্য বর্মের জন্য ‘উড়ন্ত ট্যাঙ্ক’ হিসাবেও জানা যায় অ্যাপাচেকে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর