ভাইরাল BJP-র মহিলা বিধায়কের অন্তরঙ্গ মুহূর্তের ছবি! ‘এডিট করা হয়েছে’, দাবি নেত্রীর! শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্ক : তুলাকালাম দেশীয় রাজনীতি। বিহারের (Bihar) বিজেপি (Bharatiya Janata Party) বিধায়ক রশ্মি ভার্মার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) মারাত্মক ভাইরাল হয়ে গিয়েছে। এই ছবিগুলো দেখে অত্যন্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি বলেই মনে হয়েছে নেট নাগরিকদের। তবে ছবিগুলোর কোনও বাস্তবতা নেই, পুরোটাই এডিটেড, এমনই দাবি করেছেন বিজেপি বিধায়ক।

রশ্মি ভার্মা পশ্চিম চম্পারন জেলার নারকাটিয়াগঞ্জের বিধায়ক। ছবিটি নিয়ে তোলপাড় শুরু হতেই ওই নেত্রী সংবাদমাধ্যমকে জানান এটি একটি ষড়যন্ত্র। কেউ পরিকল্পনা করে এডিট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন। তবে যে ব্যক্তির সঙ্গে তাঁকে দেখানো হয়েছে, তিনি দুই বছর আগে তাঁর সহকর্মী ছিলেন বলেও জানান রশ্মি।

rashmi

স্যোশাল মিডিয়ায় ছবিগুলি ভাইরাল হওয়ার পর নারকাটিয়াগঞ্জের বিজেপি বিধায়ক রশ্মি ভার্মা সংবাদমাধ্যমকে জানান ছবিতে যে ব্যক্তির নাম দেখা যাচ্ছে তার নাম সঞ্জয় সারঙ্গি। দুই বছর আগেও তার সঙ্গে কাজ করতেন। এখন তিনি জেডিইউ-এর সদস্য।

বিধায়কের সঙ্গে ছবি ভাইরাল হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন সঞ্জয় সারঙ্গিও। তাঁরও দাবি এটা একটা বড় ষড়যন্ত্র। কেউ এডিট করে এই ছবিটি ভাইরাল করেছে। সারঙ্গির দাবি কেউ তাকে এবং বিধায়ক রশ্মি ভার্মার বিরুদ্ধে ষড়যন্ত্রের করে ফাঁসানোর চেষ্টা করেছে। এই বিষয়ের তদন্ত হওয়া উচিত।

আরও পড়ুন : ‘ভারতে হিন্দুরাই ছিলেন, পরে ধর্মান্তরের ফলে মুসলিম হন,’ গুলাম নবি আজাদের দাবি ঘিরে শোরগোল

বিজেপি বিধায়ক রশ্মি ভার্মা সংবাদমাধ্যমকে জানান , ‘কেউ গভীর ষড়যন্ত্র করেছে। ছবিটিতে যে লোকটির সাথে তাকে দেখা যাচ্ছে, বছর দুই আগে তার সঙ্গে কাজ করেছেন। তবে তিনি স্বপ্নেও ভাবতে পারেননি কেউ একজন সেই ছবি এডিট করে ভাইরাল করে দিতে পারে। তবে এই বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি বলেই জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর