বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী সর্বত্রই রয়েছে একের পর এক পর্যটন কেন্দ্র। পাহাড়-সমুদ্র থেকে শুরু করে গহীন অরণ্য হোক, কিংবা মরুভূমি, পর্যটকদের আকর্ষণের জন্য সবকিছুই মজুত রয়েছে ভারতে। আর এই কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক বিদেশ থেকে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। তবে, এবার নিঃসন্দেহে ভারতের মুকুটে ফের নতুন পালক জুড়ল।
জানা গিয়েছে, এবার বিশ্বের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্রের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের আহমেদাবাদ ও কেরল। শুধু তাই নয়, এই দু’টি স্থানকেই ভ্রমণের জন্য সবচেয়ে ভালো মনে করে প্রথম ৫০ টি জায়গার মধ্যে স্থান দিয়েছে বিশ্ববিখ্যাত টাইমস পত্রিকা। পাশাপাশি, এই সংক্রান্ত তথ্য উপস্থাপিত করা হয় গত মঙ্গলবার। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট পত্রিকার তরফে জানানো হয় যে, করোনার মত ভয়াবহ মহামারীর পরবর্তী অবস্থায় আবারও ক্রমশ আগের অবস্থা ফিরে পাচ্ছে পর্যটন শিল্প। আর ঠিক সেই আবহেই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল হয়ে উঠতে পারে আহমেদাবাদ।
শুধু তাই নয়, সেখানে সুপ্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন ঘটেছে বলেই পর্যটকরা ওই স্থানের প্রতি আগ্রহী হবেন বলে জানিয়েছে টাইমস। উল্লেখ্য যে, আহমেদাবাদের কিছু গুরুত্বপূর্ণ বিশেষত্বের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। এছাড়া, বলা হয়েছে ফের নবরাত্রির আনন্দে মেতে ওঠার সুযোগ পাবেন এখানে আসা পর্যটকরা। তাছাড়া, এখানেই একটানা দু’দিন ধরে সম্পন্ন হয় নৃত্য উৎসব হয়৷ সর্বোপরি, সমগ্ৰ দুনিয়ায় এত বৃহৎ নৃত্য উৎসব আর কোথাও হয় না। পাশাপাশি, সবরমতি নদীর তীরে অবস্থিত গান্ধি আশ্রমও দেশ-বিদেশের পর্যটকদের কাছে হয়ে উঠতে পারে এক অন্যতম পছন্দের জায়গা।
এদিকে, আহমেদাবাদের পাশাপাশি, কেরলের প্রসঙ্গও বিশেষভাবে উল্লেখ করেছে ওই পত্রিকা। শুধু তাই নয়, “ভগবানের আপন দেশে” (God’s Own Country)- মন্দিরের পাশাপাশি অনিন্দ্য সুন্দর সমুদ্রতটকে বিশেষ গুরুত্ব দিয়েছে টাইমস। জানিয়ে রাখি, ভারতের পাশাপাশি আরব থেকে শুরু করে অস্ট্রেলিয়া এবং স্পেনের মত একাধিক দেশের বেশ কয়েকটি স্থানকে সেরার তালিকায় স্থান দিয়েছে এই পত্রিকা। যেখানে ভারতের এই দুই স্থানের সংযুক্তি নিঃসন্দেহে পর্যটনক্ষেত্রে ভালো প্রভাব ফেলবে।