মায়ের জীবনে “ভিলেন” মেয়ে, ‘মিশকা’ অহনার জন্যই “ঠকে” গিয়েছেন! সোশ্যাল মিডিয়ায় বিষ্ফোরক চাঁদনি

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় খলনায়িকা হয়ে উঠেছেন অহনা দত্ত (Ahona Dutta)। ‘অনুরাগের ছোঁয়া’র সিরিয়ালে খলনায়িকা মিশকার ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি ভাবে ছাপ ফেলতে সক্ষম হয়েছেন তিনি। খলনায়িকার ভূমিকায় তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তবে একটি ঘটনা বাস্তব জীবনেও অহনাকে খলনায়িকা করে তুলেছে। নিজের ভালোবাসার মানুষের জন্য জন্মদাত্রী মায়ের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ হয়েছে তাঁর।

মাকে না জানিয়েই বিয়ে করেন অহনা (Ahona Dutta)

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে অহনার (Ahona Dutta) সম্পর্কের কথা সর্বজনবিদিত। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকার পর বছর খানেক আগে গোপনে আইনি বিয়ে সেরে নিয়েছেন দুজনে। সেই বিয়ের খবর প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছিলেন নেটিজেনরা। একই সঙ্গে সকলের চমক লেগেছিল, যখন জানা যায় যে অহনার (Ahona Dutta) মা চাঁদনিও জানতেন না মেয়ের বিয়ের ব্যাপারে।

Ahona dutta mother chandni shared cryptic post

মুখ খুলেছেন চাঁদনি: বিভিন্ন সময়ে পরোক্ষে অহনার (Ahona Dutta) সম্পর্ক নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে চাঁদনিকে। এবার ফের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রীর মাকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘যারা জীবনের বেশিটায় ঠকে, তারা অন্যদের কোনদিন ঠকায় না, শুধু বিশ্বাস করতে ভুলে যায়।’

আরো পড়ুন : শেষের আগে “মোক্ষম” চমক! ৩ বছর পার করে দুর্দান্ত কামব্যাক, TRP-র খেল জমিয়ে দিল “টপার” মেগা

কী বলছেন নেটিজেনরা: এই পোস্টে কারোর নাম উল্লেখ না করলেও নেটিজেনদের একাংশের মতে, মেয়ে অহনাকেই (Ahona Dutta) পরোক্ষে কটাক্ষ শানিয়েছেন তিনি। মেয়ের বিয়ের মতো এত বড় বিষয়টাও মা চাঁদনি জানেন না বলেই মন্তব্য করেছিলেন। মায়ের প্রতি অহনার (Ahona Dutta) এহেন আচরণে অনেকে সমালোচনাও করেছেন।

আরো পড়ুন: “ভারত অনেক সুবিধা নেয়, এবার ওরা সাহায্য করুক”, আচমকাই “মুড সুইং” ট্রাম্পের, ব্যাপারটা কী?

প্রসঙ্গত, ডান্স বাংলা ডান্স থেকেই চর্চায় আসেন চাঁদনি এবং অহনা (Ahona Dutta)। মা মেয়ের নাচ মুগ্ধ করেছিল দর্শকদের। অথচ এই নাচের জন্যই শ্বশুরবাড়িতে গঞ্জনা শুনতে হয়েছিল চাঁদনিকে। মেয়ের হাত ধরে বেরিয়ে এসে একা বাঁচার লড়াই শুরু করেন তিনি। কিন্তু অনুরাগের ছোঁয়া সিরিয়ালে অহনার পা রাখার পর থেকেই বদলে যেতে শুরু করে সবকিছু। মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি মা। অহনার বিয়ের বিষয়েও প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর