বাংলাহান্ট ডেস্ক : ডান্স বাংলা ডান্স থেকে উত্থান তাঁর। মায়ের সঙ্গে নেচে মঞ্চ মাতিয়েছিলেন। তারপরেই সটান অভিনয়ে সুযোগ। আর সেই সঙ্গে মায়ের সঙ্গেও দূরত্বের সূত্রপাত মেয়ের। মায়ের অমতেই প্রেমিকের সঙ্গে লিভ ইন সম্পর্ক, গোপনে বিয়ে আর এখনও সন্তানের জন্মও দিতে চলেছেন অহনা দত্ত (Ahona Dutta)। মা পাশে নেই, মুখ দেখাদেখিও বন্ধ। এমতাবস্থায় কী চলছে অভিনেত্রীর মনে?
মা হতে চলেছেন মিশকা অহনা (Ahona Dutta)
সদ্য সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার করেছেন পর্দার মিশকা। সমুদ্রসৈকতে বেবিবাম্প আগলে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। সেখানেই জানিয়েছেন, আগামী অগাস্ট মাসেই সন্তান জন্ম দেবেন অহনা (Ahona Dutta)। নিজে মা হতে চলেছেন। এদিকে জন্মদাত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই অহনার। প্রথম সুখবরটা পেয়ে কী অনুভূতি হয়েছিল?
কেমন অনুভূতি ছিল: অভিনেত্রী বলেন, বেশ ভয়ই পেয়েছিলেন তিনি। কারণ তাঁকে তো সাহায্য করার মতো কেউ নেই। গত বছর শাশুড়ি মারা গিয়েছেন। শ্বশুরমশাই রয়েছেন ঠিকই, তবে তাঁর দিকে তো কেউ নেই। যদিও অহনার (Ahona Dutta) বিশ্বাস, স্বামী দীপঙ্করের সঙ্গে মিলে সবটা ঠিক সামলে নেবেন তিনি। বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে মিশকার ট্র্যাক বন্ধ রয়েছে। তবে অহনা (Ahona Dutta) বলেন, শুটিংয়ে ডাকলে তিনি নিশ্চয়ই যাবেন। সাবধানতা অবলম্বন করেই কাজ করবেন। দীপঙ্করও নাকি তাঁকে বলেছেন, কেরিয়ার ঠিক রাখতেই হবে।
আরো পড়ুন : গীতা-কথা সবাই ফেল, দেবা-আঁখিকেই চোখে হারাচ্ছে দর্শক! বড় চমক আসছে ‘দুই শালিক’এর TRP-তে?
কী চান অহনা: ছেলে না মেয়ে, কী চান অহনা (Ahona Dutta)? পর্দার মিশকা বলেন, তাঁর মনে হয়, ছেলে হলে তাঁর বেশি কাছের হবে। অন্যদিকে দীপঙ্করের আবার মেয়ে চাই। এ নিয়ে স্বামীর সঙ্গে খুনসুটিও করেন তিনি। তবে অহনার (Ahona Dutta) একটাই কথা, সন্তান সুস্থ হোক। এটাই চান তিনি।
আরো পড়ুন : বড় চমক! কমতে চলেছে GST-র হার, কী জানালেন অর্থমন্ত্রী সীতারামন?
প্রসঙ্গত, ডিভোর্সি দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়ানোটাই মা মেয়ের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়। এই সম্পর্কের তীব্র বিরোধিতা করেছিলেন মা চাঁদনি গঙ্গোপাধ্যায়। কিন্তু মায়ের বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসার পাশেই দাঁড়িয়েছিলেন অহনা। এ নিয়ে চরম বিতর্কও হয়েছে। বর্তমানে মুখ দেখাদেখিও বন্ধ মা মেয়ের মধ্যে। অহনার প্রেগনেন্সির ব্যাপারে এখনো মুখ খুলতে শোনা যায়নি চাঁদনিকে।