বাংলা হান্ট ডেস্ক : এডিএমকে (ADMK) এনডিএ (NDA) জোট ছেড়েছে ২০২১ সালেই। এবার পালা এআইএডিএমকে-র (AIADMK)। তামিলনাড়ুতে (Tamil Nadu) ইরোড পূর্ব (Erode East) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে (By-Poll)-র আগেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। জোট সঙ্গী বিজেপি (BJP)-কে নিজেদের পোস্টার থেকে সরিয়ে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধীদল এআইএডিএমকে (AIADMK)।
আগামী ২৭ ফেব্রুয়ারি, ইরোড পূর্ব বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। তার আগেই, ৭ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়ন জমা দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনেই বিজেপির সঙ্গে জোট ভাঙার ইঙ্গিত দিল এডাপ্পাড়ি কে পালানিসামি (EPS) নেতৃত্বাধীন এআইএডিএমকে (AIADMK)। জানা যাচ্ছে, বুধবার সকালে পার্টি অফিসে লাগানো পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কোনও বিজেপি নেতার ছবিই নাকি নেই। এমনকি, জোটের নামও বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) থেকে ‘ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ অ্যালায়েন্স’ রাখা হয়েছে।
এই প্রসঙ্গে এআইএডিএমকে (AIADMK)-র প্রতি ক্ষুব্ধ তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই। তিনি বলেন, ‘এর উপযুক্ত জবাব দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক এআইডিএমকে (AIADMK) নেতা বলেন, ‘বিজেপিকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন ইপিএস। তামিলনাড়ুতে তাদের অবস্থান জানা উচিত।’ ২৩৪ আসনের বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা মাত্র ৪। কিন্তু, গত দেড় বছরে রাজ্যের মূল বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করায়, দুই জোট সঙ্গীর মধ্যে বারবার দ্বন্দ্ব লেগেছে।
তবে, এই দ্বন্দ্ব যাতে সামনে না আসে, সেই চেষ্টা সবসময় চালিয়ে যাচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের সহ-সভাপতি নারায়ণন তিরুপতি বলেন, ‘আমরা মনে করি নামের সমস্যাটি একটি ভুল ছিল। তারা বুঝতে পেরে এটি ঠিক করেছে। আমাদের মধ্যে কোনও বিরোধ নেই। ২০২১ সালের নির্বাচনে এই আসনে লড়াই করে এআইডিএমকে (AIADMK)-র আরেক জোট সঙ্গী তামিল মানিলা কংগ্রেস (TMC)। কিন্তু, এবার সেই আসনে এবার নিজেদের প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে এআইএডিএমকে।
ইরোড পূর্ব (Erode East) কেন্দ্রের বিধায়ক ছিলেন কংগ্রেসের থিরুমাহান এভারা। ২০২৩ সালের ৪ জানুয়ারি, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সেই খালি আসনের দখল ঘিরে নতুন করে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। এই কেন্দ্রে ডিএমকে (DMK) জোটের প্রার্থী হচ্ছেন কংগ্রেস নেতা ইভিকেএস এলাঙ্গোভান (EVKS Elangovan)। প্রাক্তন বিধায়ক থেন্নারাসু (Ex-MLA Thennarasu)-কে প্রার্থী করছে এআইএডিএমকে। আর, সেন্থিল মুরুগান (Senthil Murugan)-কে মনোনয়ন দিয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও পানিরসেলভম (O Panneerselvam)।