বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার বিকাশ ভবন (Bikash Bhawan) অভিযানের ডাক দিয়েছিল এআইডিএসও। সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে সমাজমাধ্যমেও এই কর্মসূচির ঘোষণা করা হয়। সেই অনুযায়ী এদিন AIDSO-র কর্মী, সমর্থকরা করুণাময়ীর সামনে জমায়েত শুরু করেন। পরবর্তীতে এই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
এআইডিএসও-র বিকাশ ভবন (Bikash Bhawan) অভিযান ঘিরে ধুন্ধুমার!
পূর্ব ঘোষণা মতো এদিন সকাল থেকেই এআইডিএসও-র তরফ থেকে সংশ্লিষ্ট কর্মসূচি শুরু হয়। ব্যানার হাতে বিকাশ ভবনের উদ্দেশে এগোতে শুরু করে মিছিল। তবে জমায়েত বিকাশ ভবনের সামনে পৌঁছতেই পরিস্থিতি তেতে ওঠে বলে খবর। জানা যাচ্ছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় প্রতিবাদকারীদের।
এই কর্মসূচির ছবি, ভিডিও নিজেদের সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেছে এআইডিএসও-র রাজ্য শাখা (AIDSO West Bengal)। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘এসএসসি ২০১৬ প্যানেল বাতিলের দায় সম্পূর্ণভাবে তৃণমূল সরকারকে নিতে হবে। যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানো ও দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তির দাবিতে আমরা প্রথম দিন থেকেই কলকাতা সহ জেলায় জেলায় ধারাবাহিক আন্দোলন সংগঠিত করেছি। হাজার হাজার শিক্ষকের পদ বাতিল হওয়ার ফলে সরকারি স্কুল শিক্ষা পুরোপুরি ধ্বংসের মুখে। এক্ষুনি সমস্ত যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে না ফেরালে এবং সমস্ত শূন্যপদে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ না করলে আগামী দিনে আরও হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হবে’।
আরও পড়ুনঃ ‘গাভাইয়ের মতো একজন…’! অবসরের দিন পরবর্তী প্রধান বিচারপতিকে নিয়ে মুখ খুললেন CJI খান্না
রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে অবিলম্বে গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা, চার বছরের ডিগ্রি কোর্স বাতিল সহ বেশ কিছু দাবি জানিয়েছে এআইডিএসও। বিশ্বজিৎ জানান, ‘প্রায় দু’ঘণ্টা বিকাশ ভবনের গেট অবরুদ্ধ করে চলে বিক্ষোভ। পরবর্তীতে প্রবল আন্দোলনের চাপে শিক্ষা দফতরের সচিব সংগঠনের রাজ্য কোষাধ্যক্ষ সুরজিৎ সামন্তের নেতৃত্বে চার প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দল শিক্ষা সচিবের কাছে গোটা রাজ্যের ভগ্নপ্রায় শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবি করে সরকারকে উদ্যোগ নেওয়ার কথা জানান। সচিব বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন’।
ছাব্বিশ হাজার কাণ্ডে চাকরি হারানো যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীদের স্কুলে ফেরানো, কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সহ বেশ কিছু দাবিতে এদিন বিকাশ ভবন (Bikash Bhawan) অভিযানের ডাক দিয়েছিল এআইডিএসও। পুলিশি বাধার সম্মুখীন হলেও তারা কর্মসূচি থামাননি। প্রায় ঘণ্টা দুয়েক বিকাশ ভবনের গেট অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর চার প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন শিক্ষা দফতরের সচিব।