আসন্ন মরশুমে আই-লিগ জিতলেই পরের মরশুমে ISL খেলার সুযোগ! বড় ঘোষণা AIFF-এর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ-এর বড় ঘোষণা। শনিবার তারা স্পষ্ট করে দিয়েছে যে আসন্ন ১২ই নভেম্বর থেকে শুরু চলা আই লিগের বিজয়ী তিন বছরের চূড়ান্ত রোডম্যাপ অনুযায়ী কোনও ফ্র্যাঞ্চাইজি ফি ছাড়াই পরের মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করবে।

কিন্তু ২০২২-২৩ মরশুমের আই-লিগ বিজয়ীদের অংশগ্রহণ এবং সেইসাথে ২০২৩-২৪ মরশুমের আইএসএলে কোনও ক্লাবের অংশগ্রহণের ক্ষেত্রে ক্লাব লাইসেন্সিংও একটি গুরুত্বপূর্ণ আঙ্গিক। এআইএফএফ মহাসচিব সাজি প্রভাকরণ পিটিআইকে বলেছেন, “আমরা নিশ্চিত করে বলতে পারি যে এই মরশুমের আই-লিগ বিজয়ীকে আইএসএলের আগামী মরশুমে প্রিমিয়ার ওয়ান লাইসেন্সিং মানদণ্ডের ভিত্তিতেই আইএসএলে তোলা হবে।”

তিনি আরও বলেছেন যে আসন্ন মরশুমের আই-লিগ বিজয়ীদের কোনও ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না। যেহেতু আইএসএলে খেলা সমস্ত ক্লাবকে প্রিমিয়ার ওয়ান লাইসেন্সের মানদণ্ড পূরণ করতে হবে, তাই তাদেরও ওই মানদণ্ড পূরণ করতে হবে এবং সেক্ষেত্রে তাদের কোনও অসুবিধাও হবে না।

এএফসি-এর ২০১৯ সালের অনুমোদিত রোডম্যাপ অনুসারে এই মরশুমের এবং আগামী মরশুমের আই-লিগ চ্যাম্পিয়ন দল সরাসরি আইএসএল খেলার সুযোগ পাবে। যদিও রেলিগেশন নিয়ম চালু হতে গিয়ে ২০২৪-২৫ মরশুম অবধি অপেক্ষা করতে হবে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর