মাত্র ১০ টাকা! কল্যাণীর AIIMS’র কাছে ফিকে কলকাতার নামকরা হাসপাতাল, দেখুন চিকিৎসার খরচ কত

Published On:

বাংলাহান্ট ডেস্ক : উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস না গড়ে ওঠা নিয়ে অসন্তোষ কিছু কম নেই। তার জায়গায় এইমস হয়েছে কল্যাণীতে। জানা যাচ্ছে এই হাসপাতালে এবার শুরু হতে পারে ইন্ডোর পরিষেবা। রবিবার ভার্চুয়ালি সেই পরিষেবার উদ্বোধন করতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই বেশ কিছু আউটডোর বিভাগ চালু হয়েছে এই হাসপাতালের।

দক্ষিণবঙ্গের পাশাপাশি গোটা বাংলার মানুষ এই হাসপাতালকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন। ইন্ডোর পরিষেবা কবে এই হাসপাতালে শুরু হবে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল। তবে জানা যাচ্ছে অবশেষে কল্যাণীর এইমস হাসপাতালের ইন্ডোর বিভাগ শুরু হতে চলেছে। আধুনিক এই হাসপাতাল গড়ে উঠেছে ২০,০০০ বর্গমিটার জমির উপর। তবে সূত্রের খবর, দূষণ সংক্রান্ত কিছু ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে এই হাসপাতালের সমস্যা হচ্ছে।

আরোও পড়ুন : বাবু, সোনা নাকি অন্যকিছু! বিয়ের পর কাঞ্চনকে কী নামে ডাকছেন শ্রীময়ী? নিজেই জানালে অভিনেত্রী

অত্যাধুনিক এই হাসপাতাল তৈরি করতে সরকার খরচ করেছে দেড় হাজার কোটি টাকারও বেশি। আগামী দিনে পশ্চিমবঙ্গের চিকিৎসা ক্ষেত্রে এই হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে বিশেষজ্ঞদের মত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের মাধ্যমে এই হাসপাতাল সম্পূর্ণ রূপে পথ চলা শুরু করতে পারে বলে খবর। এই হাসপাতালে ৯৬০টি বেড থাকছে আপাতত। ১২৫টি মেডিকেলের আসন সংখ্যা রয়েছে এই হাসপাতালের।

আরোও পড়ুন : প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষাই বাতিল যোগী রাজ্যে! বাংলায় কি হতে পারে এরকম? উঠছে বহু প্রশ্ন

দেশের বিভিন্ন খ্যাতনামা চিকিৎসকেরা থাকবেন এই হাসপাতালে। আপাতত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা মিলবে এই হাসপাতাল থেকে। বিশ্বমানের এই হাসপাতালে থাকবে আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম। এখানে চিকিৎসা করানোর জন্য একটি বুকলেট তৈরি করতে হবে ১০ টাকা দিয়ে। এই বুকলেটের বৈধতা থাকবে এক বছর। এই এক বছর বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এখান থেকে।

homeslider img3 v2

জানা গেছে, এই হাসপাতালে রোগী ভর্তি হওয়ার জন্য ৩৫০ টাকা প্রথমে দিতে হবে। ৩৫ টাকা করে প্রতিদিন সাধারণ বেড ভাড়া। ২৫ টাকা দিতে হবে কসান মানি হিসাবে। দশদিনের জন্য থাকা-খাওয়া মিলিয়ে ৩৫০ টাকা প্রদান করতে হবে। এর সাথে ২৫ টাকা অতিরিক্ত অর্থাৎ ৩৭৫ টাকা দিলেই আধুনিক চিকিৎসা পাওয়া যাবে। এছাড়াও অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে আয়ুস্মান কার্ড  থাকলে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X