আসাদউদ্দিনের AIMIM এর সাথে জোটের ভাবনা জিইয়ে রাখল CPIM, ধর্মনিরপেক্ষতা নিয়ে কটাক্ষ দিলীপের

বাংলাহান্ট ডেস্কঃ আগামী বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) AIMIM এর সাথে জোট জল্পনা জিইয়ে রাখলেন CPIM এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (sitaram iyechury)। ইয়েচুরি জানিয়েছেন, MIM এর তরফ থেকে এখনো কোনো প্রস্তাব আসে নি। তবে সেরকম কোনো প্রস্তাব আসলে রাজ্যে তাদের অবস্থান স্পষ্ট হলে ভেবে দেখবে বামফ্রন্ট।

299934 cdevqvq

বিহার বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর এবার বাংলাতেও দাঁত গাড়াতে আগ্রহী হয়েছেন ওয়াইসি। আর সেই ক্রমেই তিনি বাংলার মুসলিম বহুল কয়েকটি আসনে প্রার্থীও দিতে চলেছেন।
রবিবার সাতসকালে আব্বাস সিদ্দিকির বাড়িতে উপস্থিত হায়দ্রাবাদের সাংসদ তথা AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি । AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি আগেই বলেছিলেন যে, নতুন বছরেই তিনি বাংলায় আসবেন। আর সেই কথা মতই বছরের তৃতীয় দিনেই বাংলায় এসে ফুরুফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির বাড়িতে পৌঁছান তিনি।

সেখানেই আব্বাস সিদ্দিকির সাথে জোটের কথা জানান তিনি। এরপরেই জল্পনায় উঠে আসে বাম-কং জোটের সাথে মিমের জোটের কথা। ওয়াইসি জানান, আব্বাস সিদ্দিকির সঙ্গে আমাদের জোট হয়ে গিয়েছে। তবে অন্য দলের সঙ্গেও আমাদের কথাবার্তা চলছে। খুব শিগগিরই আপনাদের জানাব। স্বাভাবিকভাবেই তৃণমূল বা বাম কংগ্রেসের কথাই বলেছেন ওয়াইসি।

অন্যদিকে বামফ্রন্টকে এই ইস্যুতে বিঁধেছেন দিলীপ ঘোষ (dilip ghosh)। তার সাফ বক্তব্য, কেরালাতে cpim যদি মুসলিম লিগের সাথে জোট করতে পারে তবে বাংলায় MIM এর সাথে জোট, অবাক হবেন না তিনি। ”ওরা মুখেই বলে সেক্যুলার। ওসব বাজে কথা।”

 

 


সম্পর্কিত খবর