প্রতিটি রাজ্যে মুসলিমদের জন্য সংরক্ষিত রাখা হোক ‘উপ মুখ্যমন্ত্রী” পদ, দাবি AIMIM নেতার

বাংলা হান্ট ডেস্কঃ আসাদউদ্দিন ওয়াইসির (asaduddin owaisi) দল AIMIM-এর নেতা অসীম ওয়াকার (Syed Asim Waqar) বলেন, সমস্ত রাজ্যে উপমুখ্যমন্ত্রী পদ সম্পূর্ণ ভাবে মুসলিমদের জন্য সংরক্ষিত থাকা দরকার। তিনি সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি আর কংগ্রেসকে এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছে। AIMIM নেতা বলেন, রাজনৈতিক দলগুলি মুসলিমদের থেকে ভোট চায় কিন্তু যখনই ডেপুটি সিএম-এর পদ চাওয়া হয়, তখনই তাঁদের সমস্যা শুরু হয়।

কংগ্রেস নেতা রাশিদ আলভি অসীম ওয়াকারের বয়ানের প্রতিক্রিয়া দিয়ে বলেন, আসাদউদ্দিন ওয়াইসির এটা জেনে নেওয়া উচিৎ যে এরকম সাম্প্রদায়িক বয়ানের কারণে বিজেপির লাভ হবে। আলভি বলেন, ‘যদি আপনি বাস্তবে মুসলিম সম্প্রদায়ের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে দয়া করে নিজেদের উত্তর প্রদেশের রাজনীতি থেকে দূরে রাখুন।”

সমাজবাদী পার্টি বলে, যদি কারও মধ্যে কোনও সম্প্রদায়ের নেতৃত্ব করার ক্ষমতা থাকে, সেটা সংখ্যালঘু হোক আর দত, তাহলে তাঁকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া উচিৎ। ওয়াকারের বিরুদ্ধে মুসলিমদের বোকা বানানোর অভিযোগ তুলে আম আদমি পার্টির নেতা বৈভব মাহেশ্বরি বলেন, নির্বাচিত সরকারের উচিৎ মুসলিমদের সমস্যার দিকে নজর দেওয়া, তাঁদের শিক্ষিত করা উচিৎ, দারিদ্রতা আর বেকারত্ব দূর করা উচিৎ।

আম আদমি পার্টির মুখপাত্র বৈভব মাহেশ্বরি আরও বলেন, ‘শুধুমাত্র ডেপুটি মুখ্যমন্ত্রীর কথা বলে যদি আপনি গোটা সম্প্রদায়ের প্রতিনিধি হওয়ার চেষ্টা করে থাকেন, তাহলে আপনি ওদের বোকা বানাচ্ছেন।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর