বাংলা হান্ট ডেস্কঃ সাধারণ মানুষ এবং সরকার সবারই সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাকিং। সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয় এটা সবারই জানা, কিন্তু রবিবার আসাদউদ্দিন ওয়াইসির দল AIMIM এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়ে যায়। হ্যাকার্সরা AIMIM এর টুইটার অ্যাকাউন্ট থেকে দলের চিহ্ন আর আসাদউদ্দিন ওয়াইসির ছবি ডিলিট করে দেয় এবং অ্যাকাউন্টের নামও চেঞ্জ করে দেয়।
হ্যাকার্সরা AIMIM এর টুইটার অ্যাকাউন্টের নাম পাল্টে বিশ্ব বিখ্যাত শিল্পপতি ইলন মাস্ক-এর নাম রাখে। এমনকি অ্যাকাউন্টের প্রোফাইল ছবিও পাল্টে ইলন মাস্কের করে দেওয়া হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, AIMIM-এর ওই অ্যাকাউন্টটি ৯ দিন আগেও একবার হ্যাক হয়েছিল। কিন্তু সেই সময় সেটিকে উদ্ধার করা হয়েছিল। আপনাদের জনিয়ে দিই, ইলন মাস্ক টেসলা আর স্পেসএক্স সংস্থার প্রধান। তিনি বিশ্বের সবথেকে ধনী মানুষের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
AIMIM জানায়, রবিবার দুপুরে তাঁদের ওই অ্যাকাউন্টটি আবারও হ্যাক করা হয়। দলের মুখপাত্র জানান, ৯ দিন আগেও দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। এরপর আমরা টুইটারে সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করেছিলাম। এবার আবারও আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া হয়েছে। তিনি জানান, সোমবার পুলিশে অভিযোগ দায়ের করা হবে।