বাংলাহান্ট ডেস্ক: মাইকে আজান (azaan) দেওয়ার বিরুদ্ধে মন্তব্য করায় তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে গীতিকার জাভেদ আখতারকে (javed akhtar)। এবার তাঁর বিরুদ্ধে সরব হলেন এআইএমআইএম (aimim) মুখপাত্র আসিম ওয়াকার (asim waqar)। প্রকৃত মুসলমান নন জাভেদ আখতার, তাঁর চিন্তা ভাবনাও আরএসএস (rss) এর দ্বারা প্রভাবিত বলেও কটাক্ষ করেন আসিম।
রবিবার একটি ভিডিওবার্তায় নিজের বক্তব্য রাখেন এআইএমআইএম মুখপাত্র। জাভেদ আখতারের নাম না করে তিনি বলেন, ‘আজ একজন মাইকে আজান দেওয়ার বিরোধিতা করে বলেছেন এতে অনেকের অসুবিধা হয়। ইনি সেই একই ব্যক্তি যিনি রাজ্যসভায় আসাউদ্দিন ওয়াইসির মন্তব্যের জবাব দিয়েছিলেন এবং বিজেপির সদস্যরা তাঁর বক্তব্যের সমর্থনও করেছিলেন।’
আসিম ওয়াকার আরও বলেন, ‘এখন যদিও উনি রাজ্যসভার সদস্য আর নন, কিন্তু সদস্যপদ ধরে রাখার জন্য অনেক কৌশল করেছেন উনি। আল্লাহ ওনার আসল রূপ দেখিয়ে দিয়েছেন এবং পরিস্কার বোঝা গিয়েছে এই চিন্তা ভাবনা আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দ্বারা প্রভাবিত। আমি অনুরোধ করছি আপনারা যেমন ভাবে পারেন এর বিরোধিতা করুন’।
Dosto ek sahab ne aaj tweet karke phir se loud speak pr azaan ka virodh kiya hai
Lekin afsos ki wo musalman hai
Meri aap sab se guzarish hai ki un sahab ko aap ek laqab se zarur nawaziye,
Aap jo chahe unka naam rakh sakte hai
Regards
Asim Waqar @aimim_national @asadowaisi pic.twitter.com/TJ2iu1PRAM— syed asim waqar (@syedasimwaqar) May 10, 2020
প্রসঙ্গত, অতি সম্প্রতি মাইকে আজান দেওয়ার প্রতিবাদে নিজের মতামত ব্যক্ত করেন জাভেদ আখতার। টুইটে তিনি লেখেন, ‘ভারতে প্রায় ৫০ বছর ধরে মাইকে আজান বাজানোকে হারাম মানা হত। তারপর তা হালাল হয়ে যায় এবং তা এতটাই যে এর কোনও সীমা রইল না। আজান ভাল কিন্তু মাইকে সেটা করা অন্যদের পক্ষে অসুবিধার কারন হতে পারে।’
In India for almost 50 yrs Azaan on the loud speak was HARAAM Then it became HaLAAL n so halaal that there is no end to it but there should be an end to it Azaan is fine but loud speaker does cause of discomfort for others I hope that atleast this time they will do it themselves
— Javed Akhtar (@Javedakhtarjadu) May 9, 2020
এরপরেই একাংশ তুমুল সমালোচনা শুরু করে গীতিকারের। এক টুইটার ব্যবহারকারী পাল্টা প্রশ্ন করেন, ‘আমাদের এখানে মন্দিরে প্রতিদিন লাউড স্পিকারে ভজন বাজে। এবার কি বলবেন আপনি?’ উত্তরে জাভেদ লেখেন, ‘মন্দির হোক বা মসজিদ, কোনও উৎসব উপলক্ষে মাইক বাজলে ঠিক আছে। কিন্তু প্রতিদিন এটা না মন্দিরে হওয়া উচিত না মসজিদে। হাজার বছরেরও বেশি সময় ধরে মাইক ছাড়াই আজান হয়ে এসেছে। এটা বিশ্বাসের একটা অঙ্গ।’
Voh mandir ho ya masjid . Kabhi kisi festival per loud speaker ho to chalo theek hai .Magar roz roz to na mandir mein hona chahiye na Masjid mean .For more than thousand years Azaan was given with out the loud speaker Azaan is the integral part of yourfaith not this gadget .
— Javed Akhtar (@Javedakhtarjadu) May 9, 2020
উল্লেখ্য, এর আগে মার্চ মাসে করোনা সংক্রমণ রুখতে মসজিদ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন জাভেদ। এর সপক্ষে কাবা ও মদিনাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে যুক্তি দেন তিনি। পবিত্র রমজান মাসে বাড়িতে থেকেই প্রার্থনা করারও আবেদন জানান জাভেদ আখতার।