বাংলার জন্য সুখবর! বিষ্ণুপুরে AIMS, দুর্গাপুর-আসানসোলে মেট্রো! সংসদে প্রস্তাব সৌমিত্র খাঁয়ের

বাংলাহান্ট ডেস্ক : লোকসভার শীতকালীন অধিবেশনে অনবদ্য বক্তব্য রাখলেন বিষ্ণুপুরের (Bishnupur) বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (BJP MP Soumitra Khan)। সৌমিত্রবাবু এদিন তাঁর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের কথা ভেবে একগুচ্ছ প্রস্তাব রাখলেন নিম্নকক্ষের সদস্যদের সামনে। তাঁর ভাষণে প্রাধান্য পায় আম জনতার স্বাস্থ্য, পরিকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির কথা।

এদিন সাংসদ সৌমিত্র খাঁ লোকসভায় তাঁর বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুক একাউন্ট থেকে। সেখানে তিনি লেখেন, ‘আজ পার্লামেন্টে বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য একগুচ্ছ আবেদন রাখলাম। সর্বোপরি স্বাস্থ্য পরিষেবার জন্য বিষ্ণুপুর এআইএমএস হসপিটাল এবং আমিই প্রথম আসানসোলে মেট্রো রেল জন্য আবেদন রাখলাম। এছাড়া মন্ত্রককে যে সমস্ত সড়ক যোজনাতে কাজ চলছে ও শুরু হচ্ছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত কাজ তাঁদের ক্ষতিয়ে দেখতে ও ইউ সি যেন তাড়াতাড়ি জমা দেওয়া হয় তাঁর জন্য স্পিকার মোহদয়ের কাছে অনুরোধ রাখলাম।’

এর পাশাপাশি সৌমিত্র খাঁ-এর ভাষনে উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও রাষ্ট্রের অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের কথাও। তিনি এদিন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদি জি-এর নেতৃত্বে এবং নির্মলা সিতারামন জি-এর কঠোর পরিশ্রমে আমরা বুলেট ট্রেনের গতিতে পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি। আজ আমাদের দেশ শুধু আত্মনির্ভর ভারত নয়, আজ আমরাও শক্তিশালী। আমরা শক্তিশালী এবং বিশ্বগুরু ভারত।’

আসানসোলে এআইএমএস এর মতো বিশ্বমানের হাসপাতাল এবং মেট্রোরেলের মতো আধুনিক যোগাযোগের মাধ্যম বিষয়ে পরিকল্পনা করায় আম জনতা এবং রাজনৈতিক মহলে যথেষ্ট সমাদর পাচ্ছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আসানসোলের মতো জায়গায় এআইএমএস এবং মেট্রোরেল তৈরি যথেষ্ট যুগোপযোগী চিন্তাভাবনা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।


Sudipto

সম্পর্কিত খবর