হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেই চিকিৎসায় সাড়া! হারতে জানেন না ঐন্দ্রিলা

বাংলাহান্ট ডেস্ক: ফাইট ঐন্দ্রিলা ফাইট! সারা বাংলা জুড়ে মানুষের মুখে এখন একটাই কথা। ওপার বাংলা থেকেও শুভেচ্ছা বার্তা আসছে ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) জন্য। অভিনেত্রীর মা, বন্ধু সব্যসাচী চৌধুরীর আবেদনে সাড়া দিয়ে যে যার ঈশ্বর, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক মেয়েটা। সবার প্রার্থনার জোরেই হোক বা নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা।

বুধবার সকালেই এসেছিল খারাপ খবরটা। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। তাঁর পরিস্থিতি সঙ্কটজনক বলে জানানো হয়েছিল হাসপাতাল সূত্রে। বুক কেঁপে উঠেছিল সবার। এক মনে সবাই প্রার্থনা করছিলেন, ঐন্দ্রিলা যেন এই যুদ্ধটাও জিততে পারেন। এটা তো তাঁর একার লড়াই নয়, সব্যসাচীরও লড়াই। ফিরতেই হবে ঐন্দ্রিলাকে। সবার সম্মিলিত প্রার্থনা হয়তো পৌঁছেছিল অভিনেত্রীর কাছে।

Aindrila
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শেষমেষ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হওয়ার জন্য সিপিআর দেওয়া হয়েছিল ঐন্দ্রিলা। তাতেই মিলেছে সাড়া। রিভাইভ করা গিয়েছে তাঁকেতাঁকে। বাড়ানো হয়েছে ভেন্টিলেশনের প্রেশারও। ঐন্দ্রিলাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

গত ১ লা নভেম্বর আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। দ্রুত আন্দুলের এক হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। মাঝে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল তাঁকে। কিন্তু বারবার জ্বর আসায় উদ্বেগ বাড়ছিল চিকিৎসকদের। মঙ্গলবার অনুরাগীদের শঙ্কা বাড়িয়ে হাসপাতালের তরফে জানানো হয়, ঐন্দ্রিলার স্বাস্থ্যের সামান্য অবনতি হয়েছে। ডাক্তারি পরিভাষায় তাঁর মস্তিষ্কে কিছু ব্লাড ক্লট পাওয়া গিয়েছে।

Aindrila sabyasachi
হাসপাতাল সূত্রে খবর মেলে, মস্তিষ্কে যেদিকে অস্ত্রোপচার হয়েছে তার অন্যদিকটায় চাপ পড়ছে। এছাড়া মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অভিনেত্রীর শারীরিক অবস্থার সামান্য অবনতি হয়েছে। তাঁর মস্তিষ্কে যে ব্লাড ক্লট গুলো রয়েছে সেগুলো আকারে এতটাই ছোট যে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা সম্ভব নয়। তাই ওষুধের মাধ্যমেই সেগুলো গলানোর চেষ্টা করছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই ঐন্দ্রিলার ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।

ঐন্দ্রিলার জন্য একমনে প্রার্থনা করে চলেছেন সকলে। টলিউড ইন্ডাস্ট্রি একত্র হয়েছে অভিনেত্রীর জন্য। পরিচিত, অপরিচিত সকলের কাছে পৌঁছে গিয়েছে ঐন্দ্রিলা সব্যসাচীর লড়াইয়ের কাহিনি। সবার প্রার্থনা বিফলে যাবে না। ঐন্দ্রিলা নিজেও হারতে শেখেননি, সব্যসাচী তাঁকে হারতে দেবেনও না, দৃঢ় বিশ্বাস সব্বার।

Niranjana Nag

সম্পর্কিত খবর