এক সময় সবাই ভুলে যাবে আমার মানিককে, আক্ষেপ ঐন্দ্রিলার মায়ের

বাংলাহান্ট ডেস্ক: সময় কারোর জন্যই থেমে থাকে না। যে চলে যায় তার কাছের মানুষরাই শুধু স্মৃতি আঁকড়ে থাকেন দিনের পর দিন। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) প্রয়াত হয়েছেন গত বছর ২০ নভেম্বর। শোকের প্রাথমিক ধাক্কা কাটিয়ে অনেকদিন হল স্বাভাবিক ছন্দে ফিরেছে টলিপাড়া। ঐন্দ্রিলার প্রিয় মানুষ সব্যসাচী চৌধুরীও মনের কষ্ট লুকিয়ে কাজে ফিরতে বাধ্য হয়েছেন। বাবা, মা, দিদি বেঁচে রয়েছেন প্রিয় ‘মিষ্টি’র স্মৃতি সঙ্গে নিয়ে।

ঐন্দ্রিলার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছিলেন দিদি ঐশ্বর্য। বোনের ছোটবেলার ছবি, অদেখা মুহূর্তের ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে আকুল হয়ে প্রার্থনা করেছেন, ‘ফিরে আয় বোনু’। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাবা মায়ের মুখ চেয়ে নিজেকে সামলে নিয়েছেন ঐশ্বর্য। পোস্টের সংখ্যা কমেছে। কিন্তু মায়ের মন যে মানে না।

shikha sharma aindrila

ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার দিন কয়েক আগেই দ্বিতীয় বার ক্যানসার ধরা পড়েছিল তাঁর মা শিখা শর্মার শরীরে। তবুও কেমোথেরাপি নিয়ে দুর্বল শরীরেই অসুস্থ মেয়ের বেডের পাশে বসে থেকেছেন তিনি। কিন্তু ধরে রাখতে পারলেন না ছোট মেয়েকে। তারপর থেকে তিনিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন ঐন্দ্রিলার স্মৃতি। প্রয়াত অভিনেত্রীর ফ্যানপেজের পোস্টও উঠে আসছে তাঁর ফেসবুকের দেওয়ালে।

দিন কয়েক আগে ঐন্দ্রিলার একটি ফ্যানপেজের তরফে লেখা হয়েছিল, ধীরে ধীরে সবাই ভুলে যাচ্ছে তাঁকে। সেই পোস্টটি শেয়ার করে শিখা শর্মা লেখেন, ‘এক সময় সবাই ভুলে যাবে আমার মানিককে। শুধু আমরা মা বাবা সবার থেকে আলাদা হয়ে যাব আর তোমার সাথে প্রতি মুহূর্তে কথা বলব। তোমার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখব ভীষণ ভাবে’।

shikha sharma

১৪ বছর পর আবারো মারণ রোগ ফিরে এসেছে ঐন্দ্রিলার মায়ের শরীরে। ব্লাডারে ক্যানসার ধরা পড়েছে তাঁর। খুব শিগগিরই অস্ত্রোপচার করানো হবে টাটা মেডিকেল সেন্টারে। তবে নিজের শরীর, অস্ত্রোপচার নিয়ে ভাবছেন না শিখা শর্মা। তাঁর কথায়, মেয়েটাই চলে গেল। এখন বেঁচে থাকতে হবে বলে রয়েছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর