শুধু প্রার্থনায় কাজ হবে না, ঐন্দ্রিলার জন্য আর্থিক সাহায্যেরও আর্জি অনিন্দ্যর

বাংলাহান্ট ডেস্ক: প্রার্থনা আর প্রার্থনা। ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) জন্য এখন এই একটা কাজই করে চলেছেন গোটা টলিউড সহ অগণিত শুভাকাঙ্খীরা। ১৬ দিন ধরে হাসপাতালের বেডে শুয়ে লড়াই করছেন অভিনেত্রী। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বুধবার সকালে আবার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। এখন ভেন্টিলেশনে রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন।

সব্যসাচী চৌধুরীর ডাকে সাড়া দিয়ে ঐন্দ্রিলার জন্য একত্রিত হয়েছে গোটা টলিউড। বড়পর্দা থেকে ছোটপর্দার অভিনেতা অভিনেত্রী পরিচালকরা সুস্থতার বার্তা পাঠাচ্ছেন ঐন্দ্রিলার জন্য। পরিচিত হোক বা অপরিচিত, সকলেই আজ ঐন্দ্রিলা সব্যসাচীর লড়াইয়ের সাক্ষী এবং সঙ্গীও। তবে অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় (Anindya Pulak Banerjee) অন্য রকম বার্তা দিয়েছেন ঐন্দ্রিলার জন্য।

337049 anindyamain
না, কোনো নাম তিনি উল্লেখ করেননি। অনিন্দ্য লিখেছেন, ‘আমাদের একজন অভিনেত্রীকে সুস্থ করে ফেরত আনার জন্য ভগবানের কাছে প্রার্থনার থেকে অর্থের সাহায্য জরুরি কিনা, সেটা ভেবে দেখা দরকার।’ সংবাদ মাধ্যমের কাছেও এ বিষয়ে মুখ খুলেছেন অনিন্দ্য। ঐন্দ্রিলা উচ্চবিত্ত পরিবারের মেয়ে সেটা জেনেই তিনি বলেন, অভিনেত্রীর বাবা কোনো নেতামন্ত্রী নন যে অঢেল টাকা থাকবে।

দু সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও হাসপাতালে রয়েছেন ঐন্দ্রিলা। একের পর এক চিকিৎসা, ওষুধের পেছনে জলের মতো টাকা খরচ হয়েছে। অনিন্দ্য বলেন, ঐন্দ্রিলার পরিবার কোনো আর্থিক সাহায্য চায়নি এখনো পর্যন্ত সেকথা ঠিক। কিন্তু এক সময়ে সবারই দেওয়ালে পিঠ ঠেকে যায়। সেকথা মনে রেখেই সবার উচিত আর্থিক ভাবে ঐন্দ্রিলা পরিবারের পাশে দাঁড়ানো।

বুধবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শেষমেষ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হওয়ার জন্য সিপিআর দেওয়া হয়েছিল ঐন্দ্রিলা। তাতেই মিলেছে সাড়া। রিভাইভ করা গিয়েছে তাঁকে। বাড়ানো হয়েছে ভেন্টিলেশনের প্রেশারও। ঐন্দ্রিলাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর