বাংলাহান্ট ডেস্ক: হাসপাতালে লড়ছেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তাঁর দিকে তাকিয়েই অপেক্ষারত সমগ্র অনুরাগী মহল। শুধু এপার বাংলার মানুষই নন, বাংলাদেশের বহু নেটিজেন অভিনেতা সব্যসাচী চৌধুরীর সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্ট বক্সে এসে ভিড় জমাচ্ছেন, ঐন্দ্রিলার স্বাস্থ্যের আপডেট জানার জন্য। তাদের সকলেই দৃঢ় বিশ্বাস, গত দুবারের মতো এবারেও ঠিক বিজয়ী হয়ে ফিরবেন তিনি। ফিরতে তাঁকে হবেই।
সোমবারেই বহু প্রতীক্ষিত সুখবরটা দিয়েছিলেন সব্যসাচী। হাসপাতালে ছয় দিন কাটার সঙ্গে সঙ্গে ভেন্টিলেশন থেকেও বেরিয়ে এসেছেন ঐন্দ্রিলা। সব্যসাচী দিনে তিনবার করে গল্প করেন তাঁর সঙ্গে। অভিনেতা জানান, তাঁর কণ্ঠস্বর শুনে চিনতে পারেন ঐন্দ্রিলা। সাড়াও দেয় তাঁর শরীর। সব্যসাচীর পোস্টে উচ্ছ্বাস এবং উত্তেজনার ঢল নেমেছিল।
মঙ্গলবার জানা গেল ঐন্দ্রিলার রক্তে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। হাসপাতাল সুত্রে খবর, নতুন সংক্রমণ ধরা পড়েছে ঠিকই, তবে রক্তচাপ, শ্বাসপ্রশ্বাস এবং রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে ঐন্দ্রিলাকে, দেওয়া হয়েছে সিপ্যাপ।
গত মঙ্গলবার আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায় তাঁর। দ্রুত হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হলে অস্ত্রোপচার করা হয় ঐন্দ্রিলার। তারপর থেকেই অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে নানান ধরণের তথ্য রটছিল। এরপরেই মুখ খোলেন সব্যসাচী।
ভুয়ো খবর রটানো নিয়ে তিনি বলেন, ‘ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না।’ সঙ্গে তিনি আরো বলেছিলেন, ‘নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।’