লাস্ট স্টেজে ধরা পড়েছিল ক‍্যানসার, নিজের মাকে দেখেই লড়াইয়ের অনুপ্রেরণা পেয়েছিলেন ঐন্দ্রিলা

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহ ঘুরতে চলল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) মৃত‍্যুর পর। গত ২০ নভেম্বর, রবিবার দুপুরেই এসে পৌঁছেছিল সেই মারাত্মক খবরটা।প্রয়াত ঐন্দ্রিলা। দু বার ক‍্যানসার জয়ের পর আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তাঁর মৃত‍্যুর পর চিকিৎসকরা জানান, বিশেষ ধরণের ক‍্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী, যা ছড়িয়ে পড়েছিল তাঁর মস্তিষ্কে। শেষমেষ ক‍্যানসারের কাছেই হার স্বীকার করতে হয় ঐন্দ্রিলাকে।

তবে তিনি একা নন। তাঁর মা-ও আক্রান্ত হয়েছিলেন ক‍্যানসারে। এমনকি মাকে দেখেই মারণ রোগের  বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা পেয়েছিলেন অভিনেত্রী। বেশ কয়েক বছর আগে প্রথম বার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন ঐন্দ্রিলা। সেখানেই মায়ের ক‍্যানসার জয়ের কাহিনি জানিয়েছিলেন তিনি।

Aindrila sharma mother
জরায়ুর ক‍্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলার মা। একেবারে লাস্ট স্টেজে ধরা পড়েছিল রোগ। চিকিৎসকরা বলে দিয়েছিলেন, আর কিছুদিনই মাত্র তাঁর আয়ু। কিন্তু বিশ্বাস করেননি অভিনেত্রীর মা। ভরসা হারাননি। লড়াই করে ফিরেছেন স্বাভাবিক জীবনে। তিনি সুস্থ হতেই ছোট মেয়ে ঐন্দ্রিলার ক‍্যানসার ধরা পড়ে‌।

সালটা ছিল ২০১৫। ঐন্দ্রিলা তখন ক্লাস ইলেভেনে পড়েন। জন্মদিনের দিন প্রথম বার ক‍্যানসার ধরা পড়ে তাঁর। দু বছর ধরে চিকিৎসা চলেছিল। কেমোথেরাপিতে চুল উঠে যাওয়ায় রাস্তায় বেরোলে সবাই অদ্ভূত দৃষ্টিতে তাকাত। যেন তিনি কোনো ভিন গ্রহের প্রাণী। এমনকি ঐন্দ্রিলা জানিয়েছিলেন, তাঁর স্কুলের প্রিয় বন্ধুরা পর্যন্ত তাঁর ক‍্যানসার শুনে দূরে সরে গিয়েছিলেন।

ঐন্দ্রিলা যখন প্রথম বার দিদি নাম্বার ওয়ানে আসেন তখনো অভিনয়ে পা রাখেননি তিনি। দিদির মঞ্চে রচনা বন্দ‍্যোপাধ‍্যায়কে বলেছিলেন, তাঁর জীবনের লক্ষ‍্য তিনি অভিনেত্রী হবেন। রচনাও বলেছিলেন, তিনি নিশ্চয়ই অভিনেত্রী হতে পারবেন। লক্ষ‍্যপূরণ হয়েছিল ঐন্দ্রিলার। আবারো ক‍্যানসারেও আক্রান্ত হন তিনি। সুস্থ হয়ে ফের গিয়েছিলেন দিদি নাম্বার ওয়ানে। শুনিয়েছিলেন দ্বিতীয় বার যুদ্ধ জেতার কাহিনি। কিন্তু তৃতীয় বার আর ফেরা হল না ঐন্দ্রিলার।


Niranjana Nag

সম্পর্কিত খবর