সুস্থ জীবনে ফিরছেন ঐন্দ্রিলা, ‘মেঘের পালক’এর মতোই নেচে উঠলেন ‘জিয়ন কাঠি’ অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: ক‍্যানসার যখন চেপে বসেছিল শরীরে, কেমোথেরাপি নিয়েও একটু সুস্থ থাকলেই নেচে উঠেছিলেন গানের ছন্দে। নাচই যে প্রাণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)। আর এখন তো তিনি অনেকটাই সুস্থ। তাই প্রাণ খুলে নেচে উঠেছেন অভিনেত্রী। পেয়ে গিয়েছেন তাঁর ‘জিয়ন কাঠি’।

‘মেঘের পালক চাঁদের নোলক, কাগজের খেয়া ভাসছে’… শ্রেয়া ঘোষালের গানের ছন্দে নেচে উঠেছেন ঐন্দ্রিলা। তাঁর নাচ বারে বারেই মুগ্ধ করে নেটিজেনদের। এবারেও হয়েছে তেমনটাই। পেস্তা সবুজ রঙা কুর্তি ও হালকা হলুদ রঙের লেগিংস পরে নেচেছেন অভিনেত্রী। ক‍্যাপশনে লিখেছেন, ‘আমাদের নিজের ছন্দে ফিরে আসা’। অন‍্যদিকে মজা করে প্রেমিক সব‍্যসাচী চৌধুরী লিখেছেন, ‘ন‍্যাজ মোটা বেড়ালটার অফুরন্ত এনার্জি’।

IMG 20220507 192211
এর আগেও নেচেছিলেন ঐন্দ্রিলা। তবে সেবারে সঙ্গে ছিলেন প্রেমিক সব‍্যসাচী। ব‍্যাকগ্রাউন্ডে সদিন বেজেছিল প্রেমের গান ‘দিল দিয়াঁ গল্লা’। বাড়ির সাদামাটা পোশাকেই সব‍্যসাচীর কোমর জড়িয়ে নেচে উঠেছিলেন ঐন্দ্রিলা। গোটা নাচ জুড়ে প্রেমিকাকে আগলে রেখেছিলেন সব‍্যসাচী।কেমোর যন্ত্রণা সহ‍্য করেও একটু সুস্থ হতেই নাচের ইচ্ছা প্রকাশ করেছিলেন ঐন্দ্রিলা। তাই মনের মানুষটার ইচ্ছা রেখেছিলেন সব‍্যসাচীও।

IMG 20220507 192244

গত ডিসেম্বর মাসে কেমোথেরাপির চিকিৎসা শেষ হয়েছে অভিনেত্রীর। ফেরুয়ারিতে দ্বিতীয় বার ক‍্যানসারে আক্রান্ত হন তিনি। টানা দশ মাস ধরে কঠিন চিকিৎসা চলেছিল। যমে মানুষে টানাটানির পর শেষমেষ শেষ হাসি হাসলেন ঐন্দ্রিলাই।

সম্প্রতি করোনার প্রথম টিকা নিয়েছেন অভিনেত্রী। ফুসফুসে পিনেট ক‍্যানসার হওয়ার কারণে এতদিন করোনা টিকা নিতে পারেননি তিনি। তাই চিকিৎসা শেষ হওয়ার তিন মাস পর চিকিৎসকের পরামর্শ মতো টিকা নিয়েছেন ঐন্দ্রিলা।

করোনা যখন দুয়ারে হানা দিয়েছে তখন দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকতে হয়েছে তাঁকে। তবে ক‍্যানসারের ভয় করোনার ভয়কে ছাপিয়ে গিয়েছিল। কিন্তু তাও বিপদ ছিলই। ফুসফুসে ক‍্যানসার হয়েছিল ঐন্দ্রিলার। চিকিৎসক বলেই দিয়েছিলেন, এর মধ‍্যে যদি কোভিড হয় তাহলে অভিনেত্রীকে বাঁচানো মুশকিল হবে!

খুব সাবধানে থেকেও করোনাকে কিন্তু রুখতে পারেননি ঐন্দ্রিলা। তবে মন্দের ভাল, কেমো শেষ হয়ে যাওয়ার পর, সম্পূর্ণ ক‍্যানসার মুক্ত হওয়ার পর করোনা হান দেয় তাঁর শরীরে। কম ভোগায়নি ওমিক্রন। দুর্বল ছিলেন বলেই আরো বেশি করে কাবু হয়ে পড়েছিলেন তিনি। তবে ক‍্যানসারের মতো করোনাও টিকতে পারেনি ঐন্দ্রিলার মনের জোরের কাছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর