বাংলাহান্ট ডেস্ক: ভাল নেই ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। এখনো পর্যন্ত তাঁর অবস্থা সঙ্কটজনক হয়ে রয়েছে। পরিস্থিতির কোনো উন্নতিই হয়নি। অসাড় হয়ে রয়েছে শরীর। চোখের পাতা খুলছেন না অভিনেত্রী। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর।
হাসপাতাল সূত্রে খবর, রক্তচাপ ওঠানামা করছে ঐন্দ্রিলার। শরীর অসাড় হয়ে রয়েছে। চোখ খুলছেন না তিনি। মুখের ভাবভঙ্গিরও কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এখনো পর্যন্ত ঐন্দ্রিলার শরীরে সংক্রমণ রয়েছে বলে খবর। চলছে অ্যান্টিবায়োটিক। সম্প্রতি শহরের এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের কয়েকজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ এসে ঐন্দ্রিলাকে পর্যবেক্ষণ করে গিয়েছেন।
জানা গিয়েছে, গ্লাসগো কোমা স্কেলে ঐন্দ্রিলার রিপোর্ট ১৫ র মধ্যে মাত্র ৩। যেখানে এই গ্লাসগো কোমা স্কেলের রিপোর্ট একজন সুস্থ মানুষের ক্ষেত্রে থাকা উচিত ১৫ র মধ্যে ১৪। চোখের নড়াচড়া, মৌখিক প্রতিক্রিয়ার ভিত্তিতেই এই গ্লাসগো কোমা স্কেলের রিপোর্ট নির্ধারিত হয়, যা ঐন্দ্রিলার ক্ষেত্রে যথেষ্ট সঙ্কটজনক।
বুধবার সকালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। মাঝে জানা গিয়েছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেত্রী। সিপিআর দেওয়া হয়েছে তাঁকে। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে ঐন্দ্রিলার। কড়া অ্যান্টিবায়োটিক ওষুধ চলছে তাঁর।
এর মধ্যেই বুধবার মধ্যরাতে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। এমনি একটি মিথ্যে খবর শেয়ার করে শোকবার্তা জানান ইউটিউবার স্যান্ডি সাহাও। পরে যদিও সেই পোস্ট তিনি মুছে দেন। ভুয়ো খবরের ছড়াছড়িতে মাঝরাতেই সোশ্যাল মিডিয়ায় একটি আর্জি জানান সব্যসাচী। লেখেন, ‘আরেকটু থাকতে দাও ওকে.. এসব লেখার অনেক সময় পাবে।’