বাংলাহান্ট ডেস্ক: আবারো হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। আচ্ছন্ন অবস্থার মধ্যেই ফের হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরিস্থিতি ক্রমশ সঙ্কটজনক হয়ে উঠছে। বুধবার হাসপাতাল সূত্রে খবর এসে পৌঁছানো মাত্র চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে। সিপিআর দেওয়া হচ্ছে ঐন্দ্রিলাকে।
সঙ্কটজনক পরিস্থিতিতে ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রে এমনি খবর এসে পৌঁছেছে। মঙ্গলবার জানা গিয়েছিল, ঐন্দ্রিলার স্বাস্থ্যের সামান্য অবনতি হয়েছে। ডাক্তারি পরিভাষায় তাঁর মস্তিষ্কে কিছু ব্লাড ক্লট পাওয়া গিয়েছে।
গত ১ লা নভেম্বর আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। শরীরের বাম দিক অসাড় হয়ে যেতে থাকে। একাধিক বার বমি করেন তিনি। দ্রুত আন্দুলের এক হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় ঐন্দ্রিলার। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে যেদিকে অস্ত্রোপচার হয়েছে তার অন্যদিকটায় চাপ পড়ছে।
ইতিমধ্যেই ১৬ দিন অতিক্রান্ত ঐন্দ্রিলা হাসপাতালে রয়েছেন। কিছুদিন আগেই একটি বার্তা দিয়েছিলেন সব্যসাচী। লিখেছিলেন, অমানুষিক লড়াই করছে মেয়েটা, একটা মিরাক্যল হোক। সেই মিরাক্যলের অপেক্ষাতেই রয়েছেন সকলে। সব্যসাচীর একটা বার্তা মিলিয়ে দিয়েছে টলিউডকে।
আদৃত রায়, গৌরব রায় চৌধুরী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুদীপা চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, জিতু কামাল, রাজ চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তীরা সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার দ্রুত সু্স্থতা কামনা করেছেন। সকলেই অলৌকিক কিছু ঘটার অপেক্ষায়, যাতে ঐন্দ্রিলা আবারো বিজয়ীর হাসি হাসতে হাসতে ফিরতে পারেন।
অনুরাগীরা সকলেই সাহস যোগাচ্ছেন সব্যসাচীকে। কেউ বলছেন, ভালবাসা ঠিক জিতে যাবে। ঐন্দ্রিলা সুস্থ হয়ে উঠবে। কেউ বলছেন, মা তারার কাছে প্রার্থনা করছেন তিনি। অভিনেত্রীর সু্স্থতা কামনা করছেন। সবার সম্মিলিত শুভ কামনায় ঐন্দ্রিলা ঠিকই সুস্থ হয়ে উঠবেন।