বন্ধ বিমানে কোনোরকমে প্রান রক্ষা যাত্রীর

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসেই টিফানি অ্যাডামস নামে এক মহিলা বিমানে চড়ে টরেন্টো যাচ্ছিলেন। বিমান টেক অফ করতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। যখন ঘুম ভাঙ্গে তখন দেখেন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তিনি শুয়ে রয়েছেন। প্রথমে ভয় পেয়ে গেলে পরে বুঝতে পারেন যে বিমান ল্যান্ড করেছে এবং তিনি সেখানেই ঘুমিয়ে ছিলেন।
07427 images 5 11
প্রথমে বেশ খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন ওই মহিলা পরে মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করেন তিনি নিঃশ্বাস নিতে পারছেন কিনা। অন্ধকারে মোবাইল খুজে পারছিলেন না তিনি অনেক হাতরে সেটি খুঁজে পেলেও দেখতে পান চার্জ ফুরিয়ে গেছে। চার্জিং পয়েন্ট খুঁজতে গিয়ে প্রায় দু-তিন বার হোঁচট খান তিনি এবং শেষ পর্যন্ত ককপিট পর্যন্ত পৌঁছে একটি টর্চ খুঁজে পান। কিন্তু ততক্ষণে মৃত্যুর ভয় তাকে গ্রাস করছে একটু একটু করে।

প্রচন্ড সাহসিকতার সাথে তিনি দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টা কাজে দেয় নি। তিনি দেখতে পান রাঙিয়ে দিয়ে এক কর্মী লাগেজ ব্যাগ নিয়ে যাচ্ছেন। ওই মহিলা বুঝতে পারছিলেন না ওই কর্মীকে কি করে ডাকবেন হঠাৎ হাতে থাকা টর্চ লাইট এর কথা মনে পড়লে বুদ্ধির সাথে সে টর্চ টি কে কাজে লাগান তিনি। অবশেষে সে কর্মীর সহায়তায় জীবন ফিরে পান টিফানি।

সম্পর্কিত খবর