১ কেজি সোনা পায়ুদ্বারে! হয়েছিল পাচারের ছক, কলকাতার বিমানসেবিকা ধৃত ভিনরাজ্যে

বাংলাহান্ট ডেস্ক : তিনি বিমান সংস্থার কর্মী। আর পাঁচ জন যাত্রীদের থেকে তিনি অনেকটাই বেশি খোলামেলাভাবে যাতায়াত করতে পারেন বিমানবন্দরে। সেই সুযোগ কাজে লাগিয়ে এক বিমান সেবিকা (Air Hostess) পায়ুদ্বারে করে পাচার করছিলেন এক কেজি সোনা (Gold)। তবে শেষ রক্ষা হল না। বিমানবন্দর আধিকারিক ও নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে কার্যসিদ্ধি করতে পারলেন না তিনি।

আলাদা রুমে ডেকে তল্লাশি চালাতেই ওই বিমান সেবিকার পায়ুদ্বার থেকে উদ্ধার হল এক কেজি সোনা। অভিযোগ উঠেছে ওই বিমান সেবিকা এই সোনা অবৈধভাবে পাচার করার চেষ্টা করছিলেন। শেষমেষ ওই বিমান সেবিকাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্সে আগে থেকেই খবর ছিল যে মাসকট থেকে সোনা পাচারের চেষ্টা চালানো হচ্ছে কন্নুরে।

আরোও পড়ুন : বিশ্বের সব কুইজের উত্তর যেন তিনি জানেন! দেশের প্রথম মাস্টারমাইন্ড এই বাঙালি শিক্ষিকা, নাম কী?

এক বিমান সেবিকা এই পাচারের কাজে যুক্ত রয়েছেন। খবর পাওয়ার সাথে সাথে DRI আধিকারিকরা ২৮ শে মে ফাঁদ পাতেন কোচি বিমানবন্দরে। সুরভি খাতুন নামে ওই বিমানসেবিকার পায়ুদ্বার থেকে DRI উদ্ধার করেছে ৯৬০ গ্রাম সোনা। গ্রেফতারের পর ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয় ওই বিমান সেবিকাকে। ১৪ দিনের জেল হেফাজত হয়েছে তার।

আরোও পড়ুন : নিত্যযাত্রীদের জন্য খারাপ খবর! ৬৩ ঘন্টা এই রুটে চলবে না ট্রেন, বড়সড় আপডেট রেলের

অতীতে বিমান যাত্রীদের বিরুদ্ধে একাধিকবার অবৈধভাবে সোনা পাচারের অভিযোগ উঠেছে। তবে এবার যেন সর্ষের মধ্যেই ধরা পড়ল ভূত। বিমান সেবিকার কাছ থেকেই উদ্ধার হল অবৈধ সোনা। এই প্রথম সোনা পাচারের অভিযোগে ভারতে গ্রেফতার করা হল কোনো বিমান সংস্থার ক্রু’কে। জানা যাচ্ছে, এই বিমান সেবিকা অতীতেও একাধিকবার সোনা পাচার করেছেন।

different countries around the world want their gold back.

তদন্তকারীরা জানতে পেরেছেন এই বিমান সেবিকা যুক্ত রয়েছেন কেরলের (Kerala) একটি সোনা পাচার গ্যাংয়ের সঙ্গে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও উড়ান সংস্থার তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, কংগ্রেস সাংসদ শশী থারুরের প্রাক্তন আপ্তসহায়ক ৩৫ লক্ষ টাকার সোনাসহ গত বুধবার গ্রেফতার হন দিল্লি বিমানবন্দরে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর