ঘোড়ায় চড়ে বিয়ে করতে এল কনে, নতুন বৌয়ের কান্ড দেখে তাজ্জব নেটদুনিয়া, ভিডিও ভাইরাল

বিয়ে নিয়ে মানুষের মধ্যে এখন বিরাট কৌতূহল। প্রত্যেকেই তাঁর নিজের বিয়েতে নতুনত্ব করতে চাইছে। আর এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো খুব সহজেই ভাইরাল হয়ে যাওয়া যায়। এই বছর বেশ কিছু বিয়েতে নতুনত্বের খোঁজ মিলেছে। কেউ বিয়ের কার্ডে নতুনত্ব করেছে, কেউ আবার সাত পাকে বাঁধার নিয়মে বদল এনেছে। তবে বিহারের এই বিয়ে এখন সোশ্যাল মিডিয়ার টক অফ দ্য টাউন। যা দেখে নেটিজেনরা অবাক হয়েছেন।

বিহারের গয়ার চাঁদচুড়া শহরের বাসিন্দা অনুষ্কা গুহ। যিনি কলকাতার ইন্ডিগো এয়ারলাইন্সের একজন এয়ার হোস্টেস। কিছুদিন আগেই বাংলার ছেলে জিৎ মুখার্জির সঙ্গে তার বিয়ে ঠিক হয়। আর এবার এই বিয়ের অনুষ্ঠানে চমক এনেছে খোদ কনে। অনুষ্কা ঘোড়ায় চড়ে বর আনতে এসেছেন। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। আর এই কাজে তাঁকে সমর্থন করেছেন তাঁর বাবা-মা ও শ্বশুরবাড়ির লোকজন।

মঙ্গলবার রাতে (১৪ ডিসেম্বর) বিয়ের দিন কনে অনুষ্কা চাঁদচৌরার সিজুয়ার ভবন ধর্মশালা থেকে ঘোড়ায় চড়ে মিছিল নিয়ে বের হয়েছিলেন। তিনি তার বরকে নিতে বাজনা বাজিয়ে নাচতে নাচতে এসেছেন। এখানে বর ও তার পরিবার খুশি হয়ে কনেকে গ্রহণ করতে আসেন। এরপরে বর গাড়িতে উঠে বিয়ে করতে গেল আর কনে তার সামনে একটি ঘোড়ায় বসে মণ্ডপে গেল। অন্যদিকে কনেকে ঘোড়ায় চড়ে রাস্তায় আসতে দেখলে তাকে একনজর পেতে ভিড় জমায় শহরবাসী।

air hostess bride took horse to receive groom with barat in gaya3

এইভাবে বিয়ে করতে আসা নিয়ে প্রশ্ন করলে অনুষ্কা জানান যে বিয়েতে কনে তুলতে ঘোড়ায় চড়ে বর আসার প্রথা বহু শতাব্দী প্রাচীন। কিন্তু আজকের আধুনিক যুগে এসব রীতিতেও অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। আর এই পরিবর্তন জরুরি। অনুষ্কার স্বামী জানিয়েছেন, এ ধরনের কাজ করে সমাজে ভালো বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এটা যেন না হয় যে মেয়েটি শুধু ঘরেই থাকবে, তাকে শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ রাখতে হবে। তারও বাইরে গিয়ে তার জীবন উপভোগ করার সম্পূর্ণ অধিকার আছে।

সম্পর্কিত খবর