বাংলাহান্ট ডেস্ক : এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) নিয়ে এসেছে ‘টাইম টু ট্রাভেল’ অফার। এই অফারে বিমানের (Flight) টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ১১৭৭ টাকা থাকে। গত ২৯ শে মে থেকে এয়ার ইন্ডিয়ার এই অফার শুরু হয়েছে। অফারটি চলবে ৩ জুন পর্যন্ত। চলতি বছরের ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বিমানের টিকিটে যাত্রীরা এই অফারের সুযোগ পাবেন।
যাত্রীরা এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট, অ্যাপ ও অন্যান্য বুকিং প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটলে এই অফারের লাভ ওঠাতে পারবেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানাচ্ছে, ট্র্যাভেল এজেন্ট মারফত টিকিট কাটলে টিকিটের দাম পড়বে ১,১৯৮ টাকা। যদি যাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইট airindiaexpress.com থেকে টিকিট বুক করেন, তাহলে টিকিট কাটতে পারবেন ১,১৭৭ টাকাতেই।
আরোও পড়ুন : নিত্যযাত্রীদের জন্য খারাপ খবর! ৬৩ ঘন্টা এই রুটে চলবে না ট্রেন, বড়সড় আপডেট রেলের
এই বিমান সংস্থা জানিয়েছে, যাত্রীরা প্রি বুক করতে পারবেন ৩ কেজি কেবিন ব্যাগেজ। এর জন্য লাগবে না অতিরিক্ত অর্থ। চেক ইন ব্যাগেজের ডিসকাউন্ট ঘরোয়া বিমানের ক্ষেত্রে ১০০০ টাকা ও আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে ১৩০০ টাকা থেকে শুরু। এছাড়াও রেজিস্টার্ড সদস্যরা পেয়ে যাবেন ‘Gourmair’ গরম খাবার।
আরোও পড়ুন : এ কী কান্ড! দিনের আলোয় চেষ্টা চলছে দানপাত্র লুটের, ঢাকেশ্বরী মন্দিরের ভিডিও ঘিরে তোলপাড়
তার সাথে পছন্দের সিটে থাকবে ২৫ শতাংশ ডিসকাউন্ট। খাবার, বসার জায়গা, লাগেজ ইত্যাদিতে Tata NeuPass রিওয়ার্ড প্রোগ্রামের সদস্যদের ৮% পর্যন্ত নিউ কয়েনস উপার্জন করার সুযোগ থাকছে। মে মাস থেকে অব্যবস্থার অভিযোগ তুলে এয়ার ইন্ডিয়ার বহু পাইলট একযোগে গণ ছুটির আবেদন করেছিলেন।
তারপর ৮ই মে থেকে একের পর এক ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান বাতিল করতে শুরু করে এয়ার ইন্ডিয়া। চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদেরকে।এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র জানিয়েছিলেন, “গত রাত থেকে কেবিন ক্রুদের একটা অংশ অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছে। ফলে ফ্লাইট ডিলে বা বাতিল করতে হয়েছে।’’