গর্বিত ভারত, জাতিসংঘের মহিলা মুখপাত্র নিযুক্ত হলেন Air India-র পাইলট জোয়া আগরওয়াল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার আন্তর্জাতিক মঞ্চে ভারতকে গর্বিত করলেন এক ভারতীয় নারী। এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন জোয়া আগরওয়ালকে জাতিসংঘের মহিলা মুখপাত্র হিসেবে নির্বাচিত করা হলো। জেনারেশন ইকুয়ালিটি বা লিঙ্গ সমতার কথা মাথায় রেখেই এই গুরুত্বপূর্ণ দায়িত্বভার দেওয়া হয়েছে তাকে। সবচেয়ে কম বয়সী মহিলা পাইলট হিসেবে এর আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। ২০১৫ সালে নিউইয়ার্কে একটি বিমানে যাত্রীদের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতেও বড় ভূমিকা নিয়েছিলেন জোয়া। এবার ফের একবার ভারতকে গর্বিত করলেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জোয়া বলেন “আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই যে, আমি আমার দেশ এবং এয়ার ইন্ডিয়ার পতাকাবাহী হিসেবে ‘ইউএন উইমেন’-এর মতো একটি প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।” উল্লেখ্য, ২০২১ সালে এই জোয়ার নেতৃত্বেই মহিলা ক্রু বেঙ্গালুরু থেকে সানফ্রান্সিসকো অবধি সবচেয়ে দীর্ঘ বিমান যাত্রা করতে সক্ষম হয়েছিল।

 

ক্যাপ্টেন জোয়া জানান, তার যখন মাত্র আট বছর বয়স তখন আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন তিনি। তারপর বহু বাধা এসেছে, কিন্তু কোনো কিছুতেই পাত্তা দেননি জোয়া। সেই কারণেই আজ তিনি সফল। দেশের সমস্ত মহিলাদের উদ্দেশ্যে জোয়ার বার্তা, চারপাশের পরিবেশ নিয়ে বেশি ভাবিত হবার প্রয়োজন নেই। স্বপ্ন পূরণ করার জন্য সব সময় আপনার চেষ্টা করা উচিত।

ভারতীয় নারী এবং এয়ার ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে এই মুহূর্তে গোটা দেশকে গর্বিত করেছেন বেঙ্গালুরুর জোয়া আগরওয়াল। জানিয়ে রাখি জোয়া এর আগে কোভিড প্যান্ডেমিকেও বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। ভারত সরকার প্রবর্তিত বন্দে ভারত মিশনের সময়ও সক্রিয় ছিলেন তিনি। প্রায় ৬৪ টি দেশ থেকে ১৪,৮০০ ভারতীয়কে ভারতে ফিরিয়ে আনার কাজেও যুক্ত ছিলেন জোয়া।

 

X