ব্যাঙ্কক-পাটায়া ভ্রমণের দুর্দান্ত সুযোগ! IRCTC দিচ্ছে সস্তায় থাইল্যান্ড ট্যুর প্যাকেজ

বাংলাহান্ট ডেস্ক : আপনি যদি হোলির (Festival of colour) পরে ফরেন ট্যুরের (Foreign tour) কোন প্ল্যান করে থাকেন, তাহলে আইআরসিটিসি (IRCTC) আপনার জন্য এক দুর্দান্ত চমক নিয়ে হাজির হয়েছে।আইআরসিটিসি মধ্যবিত্তের স্বপ্নপূরণের জন্য একটি দুর্দান্ত প্যাকেজ নিয়ে এসেছে। জানেন বিশেষ কি কি সুবিধা আছে এই প্যাকেজে ? জানা গিয়েছে, হোলির পর IRCTC লখনউ (Lucknow) থেকে থাইল্যান্ডে (Thailand) এয়ার ট্যুর প্যাকেজ চালু করেছে।

এই প্যাকেজের আওতায় আপনি থাইল্যান্ডে ৫ রাত ৬ দিন ভ্রমণের সুযোগ পাবেন। এই প্যাকেজের দৌলতে আপনি ব্যাংকক এবং পাটায়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই চমকপ্রদ প্যাকেজটি জন্য অবশ্য উত্তরপ্রদেশের রাজধানী লখনউকেই টার্গেট করা হয়েছে। লখনউ থেকে থাইল্যান্ডের সরাসরি ফ্লাইটের সুবিধা মিলবে।

ফ্লাইটের সুবিধার পাশাপাশি আপনি থাইল্যান্ডের সুন্দর জায়গাগুলো দেখার সুযোগ পাবেন। এই প্যাকেজে আপনি পাবেন ন্যাং নুচ, ট্রপিক্যাল গার্ডেন, পাতায়ার আলকাজার শো এবং কোরাল আইল্যান্ড, ব্যাংককের জেমস গ্যালারি, ব্যাংককের হাফ ডে সিটি ট্যুর। ব্যাংককের হাফ ডে সিটি ট্যুর ছাড়াও চাও ফ্রায়া ক্রুজ, সাফারি ওয়ার্ল্ড, মেরিন পার্ক এবং সী লাইফ ব্যাংকক, ওশান ওয়ার্ল্ডে ভ্রমণের সুযোগ পাবেন।

এই প্যাকেজে আপনি লখনউ থেকে ব্যাংকক পর্যন্ত ফ্লাইট পাবেন এবং ফিরতি যাত্রা হবে সরাসরি ব্যাংকক থেকে লখনউ। এই প্যাকেজে আপনি হোটেলে থাকা, খাওয়া ও পানীয় সংক্রান্ত অনেক সুবিধা পাবেন। এছাড়াও সকালের টিফিন, দুপুরের খাবার ও রাতের খাবারের ব্যবস্থা থাকবে। আপনি IRCTC ওয়েবসাইট irctetourism.com-এ গিয়ে এই সফরের জন্য বুক করতে পারেন।

Thailand

প্যাকেজের খরচের কথা বললে, আপনি একা গেলে 66,600 টাকা খরচ করতে হবে। যেখানে 2 জনের সাথে জনপ্রতি ভাড়া 57,200 টাকা। এই ট্যুর প্যাকেজের নাম হল Delightful Thailand Ex Lucknow (NLO08)। এই এয়ার ট্যুর প্যাকেজটি 17 থেকে 22 মার্চ 2023 পর্যন্ত রাখা হয়েছে। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুর আর রাতের খাবার সবই প্যাকেজের অন্তর্ভুক্ত।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর