দেশের প্রথম বিমান বাহক জাহাজের নির্মাণ ২০২১ এর মধ্যেই সফল হতে চলেছে।এমনি সম্ভবনা রয়েছে সুত্রের খবর অনুসারে। নির্মীয়মাণ এই জাহাজ বিক্রান্তের নির্মাণের কাজ পুরো দমে চলছে। এখনও পর্যন্ত তৃতীয় পর্যায়ে রয়েছে এই কাজ । বিভিন্ন মেশিনারির কাজ করার পর এবং রঙ করার পর অবশ্যই এই মেশিনের কিছু পরীক্ষামূলক কাজ করে দেখা হবে।  এমনকি জলপথে চালিয়ে দেখা হবে যে কোন যান্ত্রিক ত্রুটি আদতেও আছে কিনা।

যান্ত্রিক গোলযোগ যাতে না হয় সেই জন্যও আবার এই পরীক্ষার সময় হিসেবে প্রায় ১ বছর বরাদ্দ রাখা হয়েছে। যান্ত্রিক ত্রুটি খুঁটিয়ে দেখে তারপর চালানো হবে। কোচিনের শিপইয়ার্ডে এই পরীক্ষা এবং নির্মাণের কাজ চলছে। ২০মিগ-২৯ এর বিমানের সাথে এই জাহাজ নিয়ে যাওয়া হবে। নৌসেনা প্রমুখ এডমিরেল জানিয়েছেন এই জাহাজ তইরি করতে করতে প্রায় ২০২২ সাল লাগতেই পারে ।

 

big 286417 1376239233 1

 

 

এমনকি তিনি এও জানিয়েছেন যে গনতন্ত্র দিবসের দিনেই এই জাহাজের শুভ উদ্বোধন ঘটানো হবে, ওইদিন অনুষ্ঠানের পর শুরু হবে বিক্রান্তের প্রথম যাত্রা । বিমান বাহক জাহাজ বিক্রান্তের অজন প্রায় ৪০ হাজার টন । ভারত ছাড়া এই ওজনের জাহাজ রয়েছে  ফ্রান্স, ব্রিটেন ,রাশিয়া, আমেরিকার কাছে। জাহাজের বিশালতা এবং ওজন কিন্তু আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা যে এই জাহাজ দেশের অন্যতম এক নজিরবিহীন আবিষ্কার বা নির্মাণের উৎস ।

এই জাহাজের  যান্ত্রিক বিষয় নিয়েও কারও কোনও সন্দেহ থাকার কোন অবকাশ ই থাকার কথা নেই। এখনও অব্দি ভারতে মাত্র একটিই বিমান বাহক জাহাজ রয়েছে। এই বিমান বাহক জাহাজটি তৈরি হলে ভারতের ইতিহাসে একটি নতুন স্বপ্নপূরণ হবে।  তাই এখন ২০২১ এর অপেক্ষা ২০২১এ বিক্রান্তের শুভ সূচনা বদলে শুরু করতে চলেছে ভারতের নতুন উদ্ভাবনের ইতিহাস । তাই এখন দিন গোনার অপেক্ষা।

সম্পর্কিত খবর