গ্রাহকেরা হন সতর্ক! AirFiber-এর নামে এইভাবে “লোক ঠকাচ্ছে” Jio-Airtel? ফাঁস আসল সত্য

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে অনেক চর্চা হচ্ছে। এদিকে, ব্রডব্যান্ড পরিষেবাও থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইতিমধ্যেই টেলিকম সংস্থাগুলি শুরু করেছে এয়ারফাইবার (AirFiber) পরিষেবা। যেখানে ব্যবহারকারীদের ফাস্ট ইন্টারনেট ও OTT বেনিফিটস দেওয়া হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এয়ারফাইবারের জন্য ওয়ার কানেকশনের কোনও প্রয়োজন নেই। অর্থাৎ, এটি ওয়ারলেস কানেকশন হিসেবে বিবেচিত হয়। তবে এরই মধ্যে, ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সংস্থা এক্সাইটেলের (Excitel) সিইও বিবেক রায়না একটি বড় বিবৃতি দিয়েছেন। একটি নিউজ ওয়েবসাইটের সাথে কথা বলার সময়ে তিনি বলেন, এয়ারফাইবারে নতুন কিছু নেই। বরং, এটি হল 5G পরিষেবা। যা টেলিকম সংস্থাগুলি নতুন প্যাকেজিংয়ে বিক্রি করছে।

AirFiber নিয়ে সামনে এল বড় তথ্য:

রায়না বলেন, “দেশে 5G এবং এয়ারফাইবারের (AirFiber) যুগ চলছে। সবার মুখেই এই কথা। এই পরিষেবাটি ওয়ারলেস সিগন্যাল থেকে আলাদা নয়। এটিও ঠিক মোবাইল বেসড টেকনোলজির মতো কাজ করে। 5G নেটওয়ার্কের নতুন প্যাকেজিংয়ের নাম দেওয়া হয়েছে এয়ারফাইবার।”

AirFiber service real truth Jio-Airtel.

তিনি আরও বলেন, “মোবাইল নেটওয়ার্কগুলি একটি ভাগ করা পদ্ধতিতে স্পেকট্রাম ব্যবহার করে। যেখানে বেশি ব্যবহারকারী এবং স্লো স্পিড দেখা যায়। এয়ারফাইবার (AirFiber) কোনও অপরিকল্পিত এলাকায় ইনস্টল করা যাবে না। টেলিকম সংস্থাগুলি 5G স্পেকট্রাম মনিটাইজ দিকে মনোনিবেশ করছে। কিন্তু এটি ফাইবারের রিপ্লেসমেন্ট নয়। আপনার টিভি, গেমিংয়ের জন্য তারযুক্ত ব্রডব্যান্ড দরকার।”

আরও পড়ুন: RR বনাম KKR ম্যাচে প্রথমবার ব্যবহৃত হল এই বিশেষ নিয়ম! তবুও জিততে পারল না রাজস্থান

TRAI স্থির করেছে মিনিমাম ব্রডব্যান্ড স্পিড: জানিয়ে রাখি যে, ব্রডব্যান্ডের জন্য মিনিমাম স্পিডও TRAI দ্বারা নির্ধারিত করা হয়েছে। এই গতি 2 Mbps পর্যন্ত হওয়া উচিত। যেখানে আগে এই গতি 512 Kbps নির্ধারণ করা হয়েছিল। ওয়্যারলেস ও তারযুক্ত ইন্টারনেট কোম্পানিগুলি এখন স্পিড নিয়ে কাজ করছে। বাড়ি এবং ব্যবসায়িক কোম্পানিগুলির তরফে Gbps-এ ইন্টারনেটের স্পিড প্রদান করা হচ্ছে। রায়না জানান যে, Jio এবং Airtel-এর সাথে ছোট সংস্থাগুলির সরাসরি প্রতিযোগিতা অসুবিধা তৈরি করতে পারে। পরিবর্তে, তারা এমন এলাকায় কাজ করার দিকে মনোনিবেশ করছে যেখানে এই সংস্থাগুলি ইন্টারনেট সরবরাহ করছে না।

আরও পড়ুন: সর্বনাশ! এক দিনেই কয়েক হাজার কোটির ক্ষতির সম্মুখীন আম্বানি-আদানি, মাথায় হাত ধনকুবেরদের

প্রসঙ্গত উল্লেখ্য, এক্সাইটেল বড় টেলিকম সংস্থাগুলির নাগালের বাইরের ক্ষেত্রে এখন নজর দেওয়ার ক্ষেত্রে জোর দিচ্ছে। ভারতের গ্রামীণ অঞ্চলে এখনও হাই স্পিড ইন্টারনেটের সহজলভ্যতা নেই। এর পাশাপাশি, পুরনো শহরগুলিতেও তারের নেটওয়ার্ক আছে। এই অঞ্চলগুলির মধ্যে মাত্র ৩০ শতাংশ সম্পূর্ণ সংগঠিত। এমতাবস্থায়, দিল্লি সম্পর্কে কথা বলতে গিয়ে রায়না বলেছেন যে দিল্লির মডেল টাউনটি সুসংগঠিত।কিন্তু, এখন আরও অনেক এলাকা সংগঠিত করা প্রয়োজন রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর