Airtel-এর রিচার্জ খরচ হয়ে গেল অর্ধেক! জেনে নিন কিভাবে মিলবে এই সুবিধা

Published On:

airtel এর গ্রাহকদের জন্য দুর্দান্ত খবর, রিচার্জ খরচ এক ধাক্কায় কমে গেল অনেকটাই। আগামী বেশ কয়েকদিন এয়ারটেলের রিচার্জ করা যাবে অর্ধেক টাকায়। আসুন জেনে নি কিভাবে

আমাজন পে এয়ারটেলের গ্রাহকদের জন্য এই অভিনব সুযোগ নিয়ে এসেছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ৫০ শতাংশ ক্যাশব্যাক। অর্থাৎ আপনি যে টাকার রিচার্জ করবেন আমাজন তার অর্ধেক আপনাকে ফেরত দিয়ে দেবে৷ সব মিলিয়ে আপনার রিচার্জ খরচ হয়ে যাবে অর্ধেক।

অফারটির সুবিধা নেওয়ার জন্য এয়ারটেলের প্রিপেইড ব্যবহারকারীদের অ্যামাজন পে টু অ্যাভেল ক্যাশব্যাক রিচার্জ করতে হবে। তবে এই অফারটি সবার জন্য নয়। শুধুমাত্র অ্যামাজন প্রাইম সদস্যদের জন্যই এই অফারটি আনা হয়েছে। অ্যামাজন প্রাইম সদস্যরা এয়ারটেলের প্রিপেইড নম্বর রিচার্জ করতে ৫০ শতাংশ বা ৪০ টাকার উপরে ক্যাশব্যাক পাবেন। এর জন্য ব্যবহারকারীদের অ্যামাজন অ্যাকাউন্ট থেকে ক্যাশব্যাক রিওয়ার্ড সংগ্রহ করতে হবে।

এর জন্য ব্যবহারকারীদের তাদের প্রিপেইড নম্বরটি তাদের অ্যামাজন-পে ব্যালেন্স থেকে রিচার্জ করতে হবে। এই অফারের সুবিধা এয়ারটেলের অ্যাপ, ওয়েবসাইট এবং অ্যামাজন পে ইউপিআই বা অন্য কোনো রিচার্জে পাওয়া যাবে না। ব্যবহারকারীরা যে ক্যাশব্যাক পাবে তা রিচার্জের তিন দিন পরে অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে।

 

X