বাংলা হান্ট ডেস্ক : জিও জিও বিপ্লবে মাথা ঘামাতে গিয়ে একেবারে নাজেহাল হতে হয়েছে এয়ারটেল সহ অন্যান্য কোম্পানিগুলিকে। তাইতো হাজার হাজার কোটি টাকা বকেয়া হয়েছে এয়ারটেলের। ক্ষয়ক্ষতির পরিমান এতটাই বেশি যে কিছুই বলার নেই। জিওর ফ্রির সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের গ্রাহক বাঁচাতে মরিয়া হয়ে ওঠেছিল এয়ারটেল। গ্রাহক ধরতে জলের দরে অফার বেচে এখন এবার নিজেদেরই কার্যত পথে বসার অবস্থা।তাইতো ক্ষতি সামলাতে বিদেশি সংস্থার সঙ্গে হাত মেলাচ্ছে এয়ারটেল। এমনই খবর প্রকাশ্যে এসেছে।
এয়ারটেল চব্বিশ হাজার ক্ষতি সামলাতে বিদেশি সংস্থার হাতে যেতে বসেছে। তাই সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা সিংটেলের সঙ্গে গাঁটছড়া বাঁধবে এয়ারটেল। এমনকি ইতিমধ্যে এয়ারটেলে বিনিয়োগও শুরু করেছে সিংটেল। ইতিমধ্যেই প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে সিংটেল।
উল্লেখ্য, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় ত্রৈমাসিকে এয়ারটেলের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টায় মাঠে নেমেছে ভারতী এয়ারটেল। তবে সিংটেলের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে নাকি কেন্দ্রের থেকে অনুমোদ চেয়েছে ভারতী টেলিকম সংস্থা। আর কেন্দ্রের থেকে সিলমোহর পেলেই বিদেশি সংস্থার খাতায় নাম তুলবে এয়ারটেল। যদিও তা দেখা সময়ের অপেক্ষা। অন্যদিকে ক্ষতি সামলাতে গিয়ে নিজেদের প্ল্যানের দাম বাড়িয়েছে ভারতী এয়ারটেল।
সমস্ত ট্যারিফ প্ল্য়ানের দাম বাড়িয়ে দিয়েছে এয়ারটেল।
সর্বনিম্ন প্ল্যানের দাম করা হয়েছে 148 টাকা। যেখানে এই প্ল্যান্টের আগে দাম ছিল 129 টাকা। যেখানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন দুই জিবি করে ডেটা এবং তিনটি করে এসএমএস পাওয়া যাবে।
2. 248- এটিও নতুন প্ল্যান শুরু হয়েছে যেখানে প্রতিদিন আনলিমিটেড করে ভয়েস কল এবং দেড় জিবি করে নেট ও একশোটি করে এসএমএস পাওয়া যাবে।
3. 298- এই প্রাণের দাম বেড়েছে প্রায় পঞ্চাশ টাকা, যেখানে প্ল্যান্টের আগে দাম ছিল 249 টাকা। এই পরিষেবায় ভয়েস কল থেকে ডেটা সবই পাওয়া যাবে।
4. 598- এই প্ল্যানে এবার আগের তুলনায় অনেকটাই দাম বেড়েছে কারণ আগে এই প্ল্যানের দাম ছিল 448 টাকা। পরিষেবা পাওয়া যাবে আগের মতই।
5. 698- এই পরিষেবায় প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল দুই জিবি করে ডেটা।